Accident: স্কুলের ছুটিতে গঙ্গাস্নানে এসে জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার! বাড়িতে শোকের ছায়া

Last Updated:

Accident: দিন দিন বেড়েই চলেছে গঙ্গায় স্নান করতে এসে ডুবে প্রাণ হারানোর প্রবণতা। সোমবার, সকালে হুগলির বারোমন্দির ঘাটে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। দুজনের  নাম আমন সিং এবং আদর্শ সিং।

উদ্ধার কাজ চলার ছবি
উদ্ধার কাজ চলার ছবি
হুগলি: দিন দিন বেড়েই চলেছে গঙ্গায় স্নান করতে এসে ডুবে প্রাণ হারানোর প্রবণতা। সোমবার, সকালে হুগলির বারোমন্দির ঘাটে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। দুজনের  নাম আমন সিং এবং আদর্শ সিং। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া। সোমবার সকালে গঙ্গাস্নান করতে এসে দুজনেই সঙ্গে তলিয়ে যায়। প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দল এসে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ দুধ নয়, ক্যালসিয়ামে ভর্তি এই ৩ ‘ফল’! হাড় হবে ‘ইস্পাত কঠিন’! ভরে ভরে দেবে শক্তি
স্থানীয় সূত্রে খবর, এই দিন সকালবেলা কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে এসেছিলেন ওই স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন বার মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে নেমেছিলেন। সেই সময়ে তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই বাচ্চাদের উদ্ধার কাজ চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ বড় পদক্ষেপ! শ্রমিকদের সুবিধা থেকে বঞ্চিত করলেই বাগানের বিরুদ্ধে ব্যবস্থা
হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা জলে ডুবে নিখোঁজ দুই বালকের পরিবার। স্কুলের ছুটি থাকায় আজ সকালে তারা খেলতে এসেছিলেন মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর নেবে ছিলেন গঙ্গায় জলে চান করতে। তবে পরিবারের দাবি তাদের দুজনেরই কেউ সাঁতার জানতেন না। সেই কারণেই এমন পরিণতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন্নগর বারো মন্দির চত্বরে।
advertisement
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: স্কুলের ছুটিতে গঙ্গাস্নানে এসে জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার! বাড়িতে শোকের ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement