Accident: স্কুলের ছুটিতে গঙ্গাস্নানে এসে জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার! বাড়িতে শোকের ছায়া
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Accident: দিন দিন বেড়েই চলেছে গঙ্গায় স্নান করতে এসে ডুবে প্রাণ হারানোর প্রবণতা। সোমবার, সকালে হুগলির বারোমন্দির ঘাটে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। দুজনের নাম আমন সিং এবং আদর্শ সিং।
হুগলি: দিন দিন বেড়েই চলেছে গঙ্গায় স্নান করতে এসে ডুবে প্রাণ হারানোর প্রবণতা। সোমবার, সকালে হুগলির বারোমন্দির ঘাটে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। দুজনের  নাম আমন সিং এবং আদর্শ সিং। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া। সোমবার সকালে গঙ্গাস্নান করতে এসে দুজনেই সঙ্গে তলিয়ে যায়। প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দল এসে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ দুধ নয়, ক্যালসিয়ামে ভর্তি এই ৩ ‘ফল’! হাড় হবে ‘ইস্পাত কঠিন’! ভরে ভরে দেবে শক্তি
স্থানীয় সূত্রে খবর, এই দিন সকালবেলা কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে এসেছিলেন ওই স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন বার মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে নেমেছিলেন। সেই সময়ে তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই বাচ্চাদের উদ্ধার কাজ চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ বড় পদক্ষেপ! শ্রমিকদের সুবিধা থেকে বঞ্চিত করলেই বাগানের বিরুদ্ধে ব্যবস্থা
হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা জলে ডুবে নিখোঁজ দুই বালকের পরিবার। স্কুলের ছুটি থাকায় আজ সকালে তারা খেলতে এসেছিলেন মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর নেবে ছিলেন গঙ্গায় জলে চান করতে। তবে পরিবারের দাবি তাদের দুজনেরই কেউ সাঁতার জানতেন না। সেই কারণেই এমন পরিণতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন্নগর বারো মন্দির চত্বরে।
advertisement
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: স্কুলের ছুটিতে গঙ্গাস্নানে এসে জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার! বাড়িতে শোকের ছায়া


