Accident: বিয়ে বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে উল্টে গেল বরযাত্রী বোঝাই পিকআপ, মৃত এক!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Accident: বিয়ে বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান! দুর্ঘটনায় মৃত্যু এক বরযাত্রী -সহ জখম অন্ততপক্ষে ১৫ জন।
পুরুলিয়া: বিয়ে বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান! দুর্ঘটনায় মৃত্যু এক বরযাত্রী -সহ জখম অন্ততপক্ষে ১৫ জন। সোমবার গভীর রাত্রে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার মানবাজার থানার চল্লার হাটের কাছে মানবাজার-লালপুর রাজ্য সড়কে।
advertisement
জানা যায়, একটি পিকআপ ভ্যানে চড়ে বিশরী থেকে লধুড়কাতে বিয়ে বাড়িতে বরযাত্রী হয়ে যাচ্ছিলেন আনুমানিক ২০ জনের একটি দল। কিন্তু মাঝ রাস্তায় ঘটে বিপত্তি। মানবাজার শহর পেরিয়েই দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি। অচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চাষের জমিতে উল্টে যায় বরযাত্রী-সহ পিকআপ ভ্যানটি। পথচলতি বেশ কয়েকজন ব্যক্তির বিষয়টি চোখে পড়তেই স্থানীয় মানবাজার থানার পুলিশকে খবর দেন তারা।
advertisement
মানবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয় এদিনই, বাকি দুই জনের চিকিৎসা চলছে সেখানেই।
অন্যদিকে মানবাজার গ্রামীণ হাসপাতালেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা যায়, জখমেরা সকলেই স্থিতিশীল রয়েছে। ঘটনায় পিকআপ ভ্যানটিকে রাস্তা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
advertisement
শান্তনু দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 2:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বিয়ে বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে উল্টে গেল বরযাত্রী বোঝাই পিকআপ, মৃত এক!

