অষ্টমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা! গেটহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত ১! বিস্ফোরক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
Accident in Nandakumar: রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু। এদিন সকালে নন্দকুমারে ঘটনাটি ঘটেছে। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ এলাকায়।
নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ উৎসবের মরশুমে মর্মান্তিক কাণ্ড। গেটহীন খোলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু। এদিন সকালে নন্দকুমারে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রশান্ত সামন্ত। বয়স ৫০ বছর। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ এলাকায়।
অষ্টমীতে একদিকে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, সেই সময় পূর্ব মেদিনীপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এদিন সকালে নন্দকুমার রেল স্টেশনের কাছেই ফতেপুরে খোলা রেলক্রসিংয়ে প্রশান্ত নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। দিঘা থেকে হাওড়াগামী এক ট্রেনের ধাক্কায় তাঁর প্রাণ যায় বলে খবর।
আরও পড়ুনঃ পুজোর আবহে বিষাদের সুর! ডিজের আওয়াজে ম্লান ঢাকের তাল! বায়না না পেয়ে বাড়ি ফিরলেন ঢাকিরা
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখাতে শুরু করেন। খোলা রেলক্রসিংয়ে গেট বসানোর দাবি জানান তাঁরা। এই খোলা ক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটছে এবং যার জেরে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এলাকাবাসীর দাবি, রেল কর্তৃপক্ষের কাছে বারবার এই খোলা ক্রসিংয়ে রেলগেট বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ফলে নিয়মিতই দুর্ঘটনা ঘটছে। অষ্টমীর সকালে যেমন এক সাইকেল আরোহীর মৃত্যু হল। এই নিয়ে নন্দকুমারে চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
September 30, 2025 10:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অষ্টমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা! গেটহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত ১! বিস্ফোরক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর