Accident: ব্যস্ত হাওড়া-আমতা রোডে বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মিনি ট্রাকের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Accident: দশহরার সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! অল্পের জন্য প্রাণ রক্ষা বহু মানুষের। রাস্তার পার্শ্ববর্তীতে থাকা পোস্ট বাঁচালো বহু মানুষের প্রাণ। ব্যস্ত সড়ক ঘন জনবসতি যে কারণে জেলায় রাজ্য ও জাতীয় সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা।
হাওড়া: দশহরার সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! অল্পের জন্য প্রাণ রক্ষা বহু মানুষের। রাস্তার পার্শ্ববর্তীতে থাকা পোস্ট বাঁচালো বহু মানুষের প্রাণ। ব্যস্ত সড়ক ঘন জনবসতি যে কারণে জেলায় রাজ্য ও জাতীয় সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা। এই বর্ষায় দুর্ঘটনার প্রবণতা আরও বেশি। নজর দাড়ির পাশাপাশি বিভিন্ন সময় সচেতনতার কর্মসূচি পুলিশের। এই বর্ষার সময় সাইকেল ও বাইক আরোহীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনা কমাতে দিনরাত বিভিন্ন পরিকল্পনা করে চলেছে জেলা পুলিশ। গতি নিয়ন্ত্রণ থেকে সতর্কতার কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনার প্রবণতা কমানোর চেষ্টা। এর মধ্যেই নানা কারণে দুর্ঘটনা অব্যাহত।
আরও পড়ুনঃ ২০১৬-এর পর বন্ধ নিয়োগ, নেই শিক্ষক! পড়ুয়াদের সুবিধার্থে সংসদ আনছে নয়া মডেল! কী এই ‘ক্লাস্টার মডেল’
বৃহস্পতিবার কাকভরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি মিনি ট্রাক। ঘটনাটি ঘটেছে, হাওড়া বালিটিকুরি কালীতলা এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত জনবহুল থাকে এই স্থান। সেখানেই দুর্ঘটনা ঘটায় মিনি ট্রাক। সকালের আলো ফোটার কিছুটা আগে তখনও মানুষের সেভাবে আনাগোনা ছিল না। যে কারণে প্রাণহানির মত ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই গাড়ির চালক। দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানা পুলিশ। ব্যস্ত হাওড়া-আমতা রোডে দিন শুরুতেই এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ গাড়িটিকে দুর্ঘটনার স্থল থেকে উদ্ধার করে, একইসঙ্গে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 1:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: ব্যস্ত হাওড়া-আমতা রোডে বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মিনি ট্রাকের

