Abhishek Banerjee | Nandigram: নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! বৃহস্পতিবার নবজোয়ারে ‘মেগা ডে’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ কুণাল ঘোষকে পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম বা কাঁথিতে একাধিক সভা, মিছিল করেছে তৃণমূল কংগ্রেস৷ পাল্টা কর্মসূচি পালন করেছে বিজেপিও৷ এই অবস্থায় নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ।
দক্ষিণবঙ্গ: আগামিকাল, বৃহস্পতিবার নন্দীগ্রামে ‘মেগা ডে’৷ কারণ, এই দিনই পায়ে হেঁটে নন্দীগ্রামে পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে৷ শেখ ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করার কথা তাঁর৷
গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি৷ তারপর ক্রমে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া হয়ে এখন পূর্ব মেদিনীপুরে পৌঁছেছে অভিষেকের নবজোয়ার যাত্রা৷ এই যাত্রারই অংশ হিসাবে আগামিকাল, বৃহস্পতিবার ‘নন্দীগ্রাম চলো’র ডাক দিয়েছে তৃণমূল।
advertisement
advertisement
তৃণমূল সূত্রের খবর, এদিন চণ্ডীপুর থেকে ২০ কিমি পদযাত্রা করে নন্দীগ্রামে পৌঁছবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে৷
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ উঠেছে শেখ ইসরাফিল নামের এক ব্যক্তি৷ এদিন ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন তিনি৷
advertisement
আরও পড়ুন: শিক্ষা দফতরের বিরাট সিদ্ধান্ত! এই শিক্ষাবর্ষ থেকেই শুরু ৪ বছরের স্নাতক কোর্স, ভর্তি প্রক্রিয়া নিয়েও বড় ঘোষণা
পূর্ব মেদিনীপুর সফরের শুরুতেই শুভেন্দুকে লাগাতার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়৷ অধিকারী গড় কাঁথিতে রাত্রিবাস করেছেন৷ আর পটাশপুরের সভা থেকে তোপ দেগেছেন নন্দীগ্রামের বিধানসভা ভোটের ফল নিয়ে৷
advertisement
অভিষেক বন্দোপাধ্যায় উল্লেখ করেন, “গরম উপেক্ষা করে দু’ধারে রাস্তায় কাতারে কাতারে লোক৷ সভার চেয়ে ১০ গুণ বেশি লোক রাস্তার পাশে। এই মাটি বারে বারে দেশকে পথ দেখিয়েছে৷ দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে এখানে সমান্তরাল সরকার চালিয়েছিল সতীশ সামন্ত৷ নন্দীগ্রাম, নেতাইয়ের মাটি। এই মাটি বশ্যতা স্বীকার করে না। এই মাটি মেরুদণ্ড বিক্রি করে রাজনীতি করে না৷..একজন নিজের পিঠ বাঁচাতে বিজেপিতে গেছে বলে লোকে ভেবেছিল দল ভেঙে গেছে। আর বাস্তবে দেখা গেল ৩৫ আসনের মধ্যে ২৪ আসন জিতল তৃণমূল।’’
advertisement
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ কুণাল ঘোষকে পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম বা কাঁথিতে একাধিক সভা, মিছিল করেছে তৃণমূল কংগ্রেস৷ পাল্টা কর্মসূচি পালন করেছে বিজেপিও৷ এই অবস্থায় নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 31, 2023 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee | Nandigram: নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! বৃহস্পতিবার নবজোয়ারে ‘মেগা ডে’