Abhishek Banerjee: দ্রুত বিচার পেল জয়নগর! RG Kar-ও যদি এমনটা পেত...আক্ষেপ অভিষেকের
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee On Justice for Jaynagar: আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মাস দেড়েকের মধ্যেই জয়নগরে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রীকে৷ সেই ঘটনার ৬২ দিনের মাথায় আজ জয়নগর কাণ্ডে অভিযুক্তে মৃত্যুদণ্ড ঘোষণা করল বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট৷
জয়নগরের ঘটনায় দ্রুত শাস্তি পর আদালতের রায়কে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ প্রসাশনের তৎপরতারও প্রশংসা করেন তিনি ঘনিষ্ঠ মহলে। অভিষেকের এক ঘনিষ্ঠ বলেন, “আরজি কর কাণ্ডেও প্রথমদিন থেকে এমনটাই চেয়েছিলেন অভিষেক। কলকাতা পুলিশ এক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে পারল, আর সেই ঘটনার ৩ মাস পেরিয়ে গেল সিবিআই-এর আলসেমি ঘুচল না। ন্যায়বিচার নিশ্চিত করার মতো কোনও মজবুত তথ্য প্রমাণ আজও দিতে পারল না তারা, আফসোস অভিষেকের।”
The accused in the case involving the brutal rape and murder of a minor girl in Joynagar on 4.10.24 has been sentenced to death today by the POCSO court at Baruipur just within 62 days of the ghastly incident. Conviction and capital punishment in such a case in just over two…
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2024
advertisement
advertisement
আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মাস দেড়েকের মধ্যেই জয়নগরে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রীকে৷ সেই ঘটনার ৬২ দিনের মাথায় আজ জয়নগর কাণ্ডে অভিযুক্তে মৃত্যুদণ্ড ঘোষণা করল বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট৷ আরজি কর কাণ্ডে পর কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে৷
advertisement
জয়নগরের ক্ষেত্রে সেই প্রশ্ন তোলার সুযোগ দেয়নি পুলিশ৷ এ দিন আদালতের রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই জয়নগরের ঘটনার দ্রুত নিষ্পত্তির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ৷ আরজি কর কাণ্ডের পর ঠিক যেভাবে চিকিৎসক এবং সাধারণ মানুষের আন্দোলন থেকে জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে ন্যায়বিচারের দাবি উঠেছিল৷
advertisement
এ দিন সেই সুরেই রাজ্য পুলিশের এই পোস্টের শিরোনামে লেখা হয়েছে জাস্টিস ফর জয়নগর৷ জয়নগরের ঘটনায় আদালত অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দেওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গত ৪ অক্টোবর জয়নগরে নাবালিকার নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার ৬২ দিনের মাথায় মৃত্যুদুণ্ড ঘোষণা করেছে বারুইপুর পকসো আদালত৷ দু মাসের মধ্যে এ রকম ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করার নজির রাজ্যে নেই৷ এই অসাধারণ সাফল্যের জন্য আমি পুলিশ এবং বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি৷ মহিলাদের উপরে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে, যাতে বিচার পেতে দেরি না হয় এবং কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিতও না হয়৷’ এর পরেই এল দলের সেনাপতি, অভিষেকের প্রতিক্রিয়া।
advertisement
BREAKING NEWS!
জাস্টিস ফর জয়নগর! নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ
আপনাদের মনে থাকবে, গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। এলাকারই ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার… pic.twitter.com/wDekQY6YdB
— West Bengal Police (@WBPolice) December 6, 2024
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 9:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: দ্রুত বিচার পেল জয়নগর! RG Kar-ও যদি এমনটা পেত...আক্ষেপ অভিষেকের