রানিনগর: সরকারি প্রকল্পের সুবিধা কি পাচ্ছেন? পঞ্চায়েতের সদস্যরা ঠিকঠাক কাজ করছেন? শনিবার এমনই প্রশ্ন গ্রামবাসীদের করছিলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা খানিকটা অবাক। কারণ একটি গ্রামের চায়ের দোকানে শনিবার রানিনগর থেকে জনসভা করে ফিরে আসার পথে হঠাৎই দাঁড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস নেতা। চায়ের দোকানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই দোকানদারও অবাক। সবে তিনি দোকান খুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পড়ায় তড়িঘড়ি চায়ের প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। আর তখনই ইসলামপুরের দোকানদারকে প্রশ্ন করে বসেন “সরকারি সুযোগ-সুবিধা কি পাচ্ছেন?” অভিষেক বন্দ্যোপাধ্যায় চায়ের দোকানে চা খেতে বসেছেন, নিমেষে সেই খবর ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন।
ভিড়ে থাকা গ্রামবাসীদের মধ্যে থেকে কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে অভিযোগও করতে থাকেন। কেউ কেউ অভিযোগ করেন বাড়ি পাননি। আবার কেউ অভিযোগ করেন কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না। এক গ্রামবাসী তো পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন।
আরও পড়ুন: অভিষেকের সফরের আগেই সাঁইথিয়ার হোটেলে বৈঠক করল কারা? তুমুল চাঞ্চল্য! তোলপাড় বীরভূম
চায়ের দোকানে বসে সঙ্গে সঙ্গেই সেই পঞ্চায়েত সমিতির সদস্যকে খোঁজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সদস্যকে পেয়ে জানতে চাইলেন কেন ওই গ্রামবাসী অভিযোগ করছেন তিনি বাড়ি পাননি? শুধু তাই নয়, স্থানীয় অন্যান্য গ্রামবাসীদের কাছ থেকেও চা খেতে খেতে জানতে চাইলেন তারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন নাকি? উপস্থিত থাকা অনেক গ্রামবাসী ১০০ দিনের কাজের টাকা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ জানান।
তার উত্তরে অবশ্য অভিষেক জানান, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার জন্য এই অবস্থা। যদিও চায়ের দোকানে বসে যেসব গ্রামবাসীরা অভিযোগ জানালেন তাদের সবার নাম ও ঠিকানা নথিবদ্ধ করে নিলেন খোদ অভিষেক। শুধু তাই নয় চা খাবার পরপর এক গ্রামবাসীর বাড়িও ঢুকলেন অভিষেক। তার বাড়ির কী অবস্থা তাও খতিয়ে দেখলেন অভিষেক। অনেক গ্রামবাসী অবশ্য আবদার করতে থাকেন অভিষেকের কাছে তার নম্বর দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের যোগাযোগের নম্বরও দিয়ে দেন অভিষেক।
আরও পড়ুন: সে কী! সব তৈরি, তবু যাদবপুরে ভেঙে ফেলা হবে ৫ তলা বিল্ডিং! কারণ শুনলে আঁতকে উঠবেন
শনিবার প্রায় ৩০ মিনিট মুর্শিদাবাদের ইসলামপুর এমনটাই ছবি দেখল। যা দেখে পর্যবেক্ষকদের একাংশ দাবি করছেন, এ যেন এক অন্য অভিষেক। গত ১৩ দিন ধরে উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছেন নবজোয়ার কর্মসূচি, সেই সূত্রেই জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে একাধিক রোড শো ও জনসভা করছেন তিনি। কিন্তু তার মাঝেই শনিবারের ছবি এক অন্য দিক তুলে ধরল। টানা চারদিন তিনি বিভিন্ন কর্মসূচি করছেন মুর্শিদাবাদ জেলায়। একাধিক জনসভাও করছেন। সাধারণত বিভিন্ন জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ের দোকানে বসে জনসংযোগ করতে দেখা গিয়েছে। এবার সেই পথেই কি হাঁটলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা? গুঞ্জন সর্বত্রই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।