Abhishek Banerjee: অভিষেকের সফরের আগেই সাঁইথিয়ার হোটেলে বৈঠক করল কারা? তুমুল চাঞ্চল্য! তোলপাড় বীরভূম
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Abhishek Banerjee: তুষারের দাবি, আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে উপস্থিত ছিলেন না সাঁইথিয়া ব্লক তৃণমূলের সভাপতি সাবের আলি।
বোলপুর: বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সাঁইথিয়াতে। শনিবার বিকালে সাঁইথিয়ার একটি হোটেলে বৈঠক করল সাঁইথিয়া তৃণমুলের তুষার গোষ্ঠী। তুষার সাঁইথিয়া তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি। তুষারের দাবি, আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে উপস্থিত ছিলেন না সাঁইথিয়া ব্লক তৃণমূলের সভাপতি সাবের আলি।
তুষার গোষ্ঠী জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে তাঁরা যাবেন, গিয়ে জানতে চাইবেন কীভাবে সাঁইথিয়াতে ব্লক ও অঞ্চল কমিটি গঠন হয়েছে? অভিযোগ করবেন, ঘরে বসেই দল চালাচ্ছেন সাঁইথিয়ার ব্লক সভাপতি সাবের আলি। যার জন্য সাঁইথিয়াতে অন্যান্য দলের এত বাড়বাড়ন্ত।
advertisement
advertisement
ব্লক সভাপতি লোক ঠিক করে রেখেছে অভিষেকের ভোটাভুটিতে নিজেরাই ভোট দিয়ে প্রার্থী বানিয়ে নেবে। অন্যদিকে সাঁইথিয়া ব্লক তৃণমূলের সংখ্যালঘু সভাপতি মহম্মদ ইউনিসের বক্তব্য, সাঁইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলি তার মেয়ের নামে জমির পাট্টা নিয়েছে, সাধারণ মানুষ তা জানে, তার প্রভাব পড়বে ভোটে। উল্লেখ্য বীরভূমের সাঁইথিয়াতে সাবের গোষ্ঠী ও তুষার গোষ্ঠীর এই লড়াই দীর্ঘদিনের। যদিও এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সাঁইথিয়া ব্লক তৃণমূলের সভাপতি সাবের আলি।
advertisement
আরও পড়ুন: লোকে সম্মান দিত CBI অফিসার ভেবে, তাকেই হিড়হিড় করে টেনে নিয়ে গেল পুলিশ! ঘটনা শুনলে চমকে উঠবেন
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগেই দল ছাড়লেন তৃণমূল নেতা। রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি রিয়াজুল হক দলত্যাগ করলেন শুক্রবারই। দলের সংখ্যালঘু সেলের সভাপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়ে সংখ্যালঘু সেলের ব্লক সভাপতির পদ ছেড়েছেন তিনি। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস দল ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন। রিয়াজুল হক বীরভূমের বগটুই গ্রামের বাসিন্দা। বগটুইয়ের গণহত্যার পর রিয়াজুল হককে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি করা হয় দলের তরফে। রাজ্যের ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন রিয়াজুল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 8:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: অভিষেকের সফরের আগেই সাঁইথিয়ার হোটেলে বৈঠক করল কারা? তুমুল চাঞ্চল্য! তোলপাড় বীরভূম