Anubrata Mondal News: সায়গলের ফোন থেকে কার সঙ্গে কথা বলতেন অনুব্রত? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal News: অভিযোগ, গরুপাচারকারীরা সায়গলের ফোনের মাধ্যমেই কথা বলত অনুব্রতর সঙ্গে। ইডি সূত্রে খবর, এ কথা জেরার মুখে নিজেই স্বীকার করেছেন সায়গল।
কলকাতা: ইডির চার্জশিট পেশের পর ব্যাপক চাপে অনুব্রত মণ্ডল। চার্জশিটে অনুব্রতর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে ইডি। আর সেই সূত্রেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির কথাও উল্লেখ রয়েছে চার্জশিট। সূত্রের খবর, চার্জশিটে সায়গলের মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে নাকি বিস্ফোরক উত্তর দিয়েছেন সায়গল।
অভিযোগ, গরুপাচারকারীরা সায়গলের ফোনের মাধ্যমেই কথা বলত অনুব্রতর সঙ্গে। ইডি সূত্রে খবর, এ কথা জেরার মুখে নিজেই স্বীকার করেছেন সায়গল। এমনকি একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকেই ফোন করতেন, দাবি সায়গলের। চার্জশিটে সায়গল ও গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ডও জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ইডির তরফে আরও অভিযোগ তোলা হয়েছে, অনুব্রতর প্রত্যক্ষ মদতেই গরুপাচার করা হত বাংলাদেশে। ইডি-র চার্জশিটে এই অভিযোগও তোলা হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে বিস্তারিত তথ্য উল্লেখ করে ইডি দাবি করেছে, গরুবোঝাই ট্রাকগুলিকে একটি টোকেন দেওয়া হত।
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্নীতি, হাই কোর্টের বিরাট নির্দেশ! আরও এক ‘বিপর্যয়ের’ ইঙ্গিত
একটি সিন্ডিকেট ছিল, যারা এই টোকেন দিত। কোথাও ট্রাক আটকালে, সেই টোকেন দেখালেই পাচারের সবুজ সংকেত মিলত। এই মর্মে ‘সঠিক’ জায়গায় আগে থেকেই কথা হয়ে থাকত এনামুল হকের। গরুপাচার মামলায় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। তিহাড় জেলেই ঠাঁই হয়েছে তাঁর। মেয়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন জানিয়েছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তাতে অনুমোদন মিলেছে। তবে তদন্তকারীদের দাবি, আর্থিক লেনদেন সম্পর্কে সম্পূর্ণ জানা ছিল সুকন্যার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 5:00 PM IST