Abhishek Banerjee: সেই 'পুরনো' জায়গাতেই ক্ষোভ শুনলেন অভিষেক! তারপর যা করলেন, মুহূর্তে মুগ্ধ সকলেই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Abhishek Banerjee: বুধবার ভুতুরা গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত জওয়ান রাজেশ ওরাং-এর বাড়িতে যান। সেই সময়ই গ্রামবাসীরা সামনে পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক অভিযোগ করতে থাকেন।
বোলপুর: দেওচা পাঁচামি কয়লা খনি প্রকল্প নিয়ে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই অভিযোগ করলেন গ্রামবাসীরা। মূলত যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও কেন পুলিশের সাধারণ চাকরি পুনর্বাসন হিসেবে দেওয়া হচ্ছে তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন এক গ্রামবাসী। মূলত দেউচা – পাচামি কয়লা খনি প্রকল্পের পুনর্বাসন প্রকল্প হিসেবে পুলিশের চাকরি দেওয়ার পাশাপাশি একাধিক পুনর্বাসনের সুযোগ দিচ্ছে রাজ্য।
বুধবার ভুতুরা গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত জওয়ান রাজেশ ওরাং-এর বাড়িতে যান। সেই সময়ই গ্রামবাসীরা সামনে পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক অভিযোগ করতে থাকেন। আর সেই অভিযোগের মধ্যেই এক গ্রামবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের পুনর্বাসন প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই গ্রামবাসী বলেন “বি এ, এমএ ডিগ্রি থাকা সত্ত্বেও পুলিশের সাধারণ চাকরি দেওয়া হচ্ছে। অন্য কোন দফতরে চাকরি দেওয়া হচ্ছে না।” বিষয়টি তিনি দেখার আশ্বাস দেন ওই গ্রামবাসীকে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় জোর সওয়াল বিকাশরঞ্জনের, সামনে আনলেন ‘প্রমাণ’! তুমুল চাঞ্চল্য
বীরভূমের এই আদিবাসী অধ্যুষিত গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে বাড়ি না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়াই বাড়ি দেওয়া যাচ্ছে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি বুঝিয়ে বলেন গ্রামবাসীদের। পাশাপাশি জলের সমস্যা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানান গ্রামবাসীরা।
advertisement
বর্তমানে দেউচা – পাচামি কয়লা খনি প্রকল্পের পুনর্বাসনের কাজ রাজ্য প্রশাসন করছে। ইতিমধ্যেই পুনর্বাসন প্রকল্পের মধ্যে একাধিক পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে রাজ্য প্রশাসন। পুনর্বাসন প্রকল্পের কি কি সুবিধা দেওয়া হবে তা নিয়েও রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গ্রামেই জনসংযোগ করতে গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রামবাসীরা পাচ্ছেন নাকি সে সম্পর্কেও জেনে নেন। এক গ্রামবাসী স্বাস্থ্য সাথী কার্ড না থাকায় সঙ্গে সঙ্গে তার নাম ও নথিভুক্ত করে নেন তিনি।
advertisement
বীরভূম জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের তিনদিন কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার বোলপুর, নানুর,লাভপুর সহ একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে তৃণমূল শীর্ষ নেতার। বীরভূমের মাটিতে পা রেখেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের পাশে যে পার্টি রয়েছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। রাজনৈতিক মহলের মতে বৃহস্পতিবারও বোলপুর থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 11:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: সেই 'পুরনো' জায়গাতেই ক্ষোভ শুনলেন অভিষেক! তারপর যা করলেন, মুহূর্তে মুগ্ধ সকলেই