Murder Case : চা ভাল নয়, বিস্কুটও খারাপ! ভয়ঙ্কর কাণ্ড ঘটাল এক যুবক, চাওয়ালার মর্মান্তিক পরিণত
- Reported by:Saradindu Ghosh
- Published by:Suman Majumder
Last Updated:
Murder Case : চায়ের স্বাদ নাকি খারাপ! বিস্কুটও ভাল নয়! এই নিয়ে বচসা দোকানদার ও খদ্দেরের। কিন্তু সেই বিবাদের পরিণতি জানলে আপনি চমকে উঠবেন। খদ্দেরের বাঁশের আঘাতে মৃত্যু হল চা বিক্রেতার। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ঘটনার ভিডিও।
বর্ধমান : চায়ের স্বাদ নাকি খারাপ! বিস্কুটও ভাল নয়! এই নিয়ে বচসা দোকানদার ও খদ্দেরের। কিন্তু সেই বিবাদের পরিণতি জানলে আপনি চমকে উঠবেন। খদ্দেরের বাঁশের আঘাতে মৃত্যু হল চা বিক্রেতার। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ঘটনার ভিডিও।
মৃত ব্যক্তির নাম ফরিদালি সেখ (৫০), বাড়ি রায়না থানার মাছখান্ডায়। মৃতের ছেলে জানিয়েছে, বাবার খালের পুল বাজার এলাকায় চায়ের দোকান। গতকাল মঙ্গলবার হোসেন মোল্লা ওরফে রাজা মোল্লা নামে এক যুবক দোকানে আসে। চা পান করে বলে চা ভাল নয়, বিস্কুটও ভাল নয় বলে অভিযোগ তোলে।
এই নিয়ে চরম অশান্তি হয়। সেই সময় দোকানে থাকা লোকেরা তাদের ছাড়িয়ে দেয়। পয়সা না দিয়ে চলে যায় ওই যুবক। কিছুটা দূর যাওয়ার পরই ঘুরে এসে দোকানের পাশে পরে থাকা বাঁশ দিয়ে সে বাবার মাথায় আঘাত করে। বাবাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায় রায়না থানার পুলিশ। মৃতের পরিবারের লিখিত অভিযোগের পরিপেক্ষিতে অভিযুক্ত হোসেন মোল্লা ওরফে রাজা মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার সময়ের ভিডিও।
আরও পড়ুন- মা অসুস্থ, দায়িত্ব নিতে চায়নি ছেলে! মায়ের পরিচয় বদলে দিল সন্তান!
এলাকার বাসিন্দারা বলছেন, সামান্য চা খাওয়াকে কেন্দ্র করে যে এমন ভয়ানক ঘটনা ঘটবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। বাঁশটি দোকানের পাশে রাখা ছিল। অভিযুক্ত যুবক সেই বাঁশ দিয়েই অতর্কিতে আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চা, বিস্কুট খারাপ বলে ওই যুবক বিক্রেতার সঙ্গে ঝগড়া শুরু করে। বিবাদ বাড়তে থাকায় আশপাশের বাসিন্দারা এগিয়ে আসে। তাঁরা উত্তেজনা কমাতে উদ্যোগী হয়। দু পক্ষকে শান্ত করার চেষ্টা চালায় তারা। তাদের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়। পরক্ষণেই ওই যুবক ফিরে এসে বাঁশ দিয়ে চা বিক্রেতার মাথায় আঘাত করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 05, 2025 8:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murder Case : চা ভাল নয়, বিস্কুটও খারাপ! ভয়ঙ্কর কাণ্ড ঘটাল এক যুবক, চাওয়ালার মর্মান্তিক পরিণত









