স্কুলে ঢুকে পড়েছিল কুকুরটি, এই 'অপরাধে' লাঠি, বাঁশ, কাঠ দিয়ে বেধড়ক মার! কারা নিল প্রাণ? শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
নদিয়ার কল্যাণীর গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির (বালক) স্কুলে প্রধান শিক্ষক গৌর ভাওয়াল ও শিক্ষকদের বিরুদ্ধে একটি সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। পশুপ্রেমীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
রঞ্জিত সরকার, নদিয়া: স্কুল চলাকালীন প্রাণহানির ঘটনা! নদিয়ার কল্যাণীর গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির (বালক) স্কুলের চত্বরে একটি সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক ও একাধিক শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। অভিযোগ, স্কুলের ক্যাম্পাসে প্রবেশ করায় একটি পথকুকুরকে লাঠি, বাঁশ ও কাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধু শিক্ষকই নন, ছাত্রদের একাংশও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
advertisement
সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে স্কুলের প্রধান শিক্ষক গৌর ভাওয়ালের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন উপস্থিত কয়েকজন পশুপ্রেমী। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের মোবাইলে তোলা ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে সারমেয়টিকে মেরে ফেলা হচ্ছে।
advertisement
advertisement

স্কুলে ঢুকে পড়েছিল কুকুরটি, এই অপরাধে লাঠি, বাঁশ, কাঠ দিয়ে বেধড়ক মার! কারা নিল প্রাণ? শিউরে উঠবেন! Representative Image
advertisement
ঘটনার পরই গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন স্থানীয় পশুপ্রেমীরা। তাঁদের বক্তব্য, শিক্ষার মন্দিরে এমন অমানবিক আচরণ অনুচিত ও আইনবিরুদ্ধ।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কিছু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানারও চেষ্টা চলছে। প্রয়োজন হলে স্কুল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement
ভারতের পশু নির্যাতন প্রতিরোধ আইনে (PCA Act), কোনও নিরীহ প্রাণীর সঙ্গে নিষ্ঠুরতা করা ফৌজদারি অপরাধ। স্কুল বা সরকারি স্থানে এমন কাজ হলে তার দায় শিক্ষাপ্রতিষ্ঠানকেও নিতে হতে পারে। পশুপ্রেমীরা চাইছেন, এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 11:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলে ঢুকে পড়েছিল কুকুরটি, এই 'অপরাধে' লাঠি, বাঁশ, কাঠ দিয়ে বেধড়ক মার! কারা নিল প্রাণ? শিউরে উঠবেন!