১১ মাস ধরে অ্যাকাউন্টে ঢুকল ৩ কোটি ৪৩ লক্ষ টাকা! রিসেপশনিস্ট খরচ করে ফেললেন 'সবটাই'...পরে জানা গেল বড় ভুল!
- Published by:Tias Banerjee
Last Updated:
ক্লিনিকে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন ২৯ বছর বয়সী ইয়েসিকা আরুয়া (Yessica Arua)। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আচমকাই নিজের মাইনে দেখে চমকে যান তিনি। বরাবরের চেয়ে অনেক বেশি টাকা ঢুকেছে অ্যাকাউন্টে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই টাকাগুলো কিন্তু আসলে ছিল ক্লিনিকের এক চিকিৎসকের মাইনে — যা ভুল করে রিসেপশনিস্ট আরুয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। ওই চিকিৎসক প্রায় এক বছর নিজের অ্যাকাউন্ট চেকই করেননি। কিন্তু একদিন হঠাৎ তাঁর কিছু ক্রেডিট কার্ড বাতিল হয়ে যায়। তখনই সন্দেহ হয় এবং তিনি নিজের মাইনে সংক্রান্ত তথ্য দেখেন। তখনই ফাঁস হয় এই ভয়ঙ্কর ভুল।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আর্জেন্টিনার বাসিন্দা, এবং সেখানকার আত্মীয়দের জন্য বাড়ি কেনার কাজেও টাকা পাঠিয়েছেন। পরে ক্লিনিক ডিরেক্টর আরুয়ার সঙ্গে কথা বলেন। আরুয়া কেঁদে ফেলেন, এবং প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা চেকে ফেরত দেন। তবে বলেন, বাকি টাকা তিনি ফেরত দিতে পারবেন না, কারণ তাঁর মা ইতিমধ্যেই তা আর্জেন্টিনায় পাঠিয়ে দিয়েছেন।
advertisement
এখন আরুয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ, এবং মানি লন্ডারিং-এর মামলা চলছে। তিনি বর্তমানে ফ্লোরিডার পাম বিচের মেইন ডিটেনশন সেন্টারে বন্দি। এদিকে, ক্লিনিক কর্তৃপক্ষ যে অ্যাকাউন্টিং ফার্ম এই ত্রুটির নজরদারি করছিল, তাদের বিরুদ্ধেও অভিযোগ এনেছে। তারা জানায়, এই ভুল যাঁরা প্রথমে বুঝতে পারতেন, তাঁরা আর এখন সংস্থায় কাজ করেন না।
advertisement