#বীরভূম: ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে শহিদ রাজেশ ওরাংয়ের গ্রাম বেলগড়িয়া পর্যন্ত নতুন রাস্তা তৈরি হবে, আর সেই রাস্তার নামকরণ করা হবে রাজেশ ওরাংয়ের নামে। পাশাপাশি ওই এলাকায় দুটি নতুন সাবমার্সিবল পাম্পও বাসানো হবে। এছাড়া সমাধিস্থলে বসানো হবে শহিদ রাজেশের মূর্তি। সব করা হবে বীরভূম জেলা পরিষদের তরফে। মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে রাজশের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিয়ে জানালেন জেলাপরিষদের মেন্টর অভিজিৎ সিনহা।
এদিন আগামী ছ’মাসের খাদ্যসামগ্রী পরিবারকে তুলে দেওয়া হয় জেলাপরিষদের পক্ষ থেকে। পাশাপাশি বীরভূম জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহিদ রাজেশের বাবা মায়ের সারা জীবনের সমস্ত ওষুধ বিনামূল্যে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। জেলাপরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় রাজেশের বাবা মায়ের হাতে। প্রথম থেকেই বীরভূম জেলা পরিষদ ও বীরভূম জেলা প্রশাসন রয়েছে রাজেশের পরিবারের পাশে। ছোট্ট গ্রামে রাজেশের বাড়ি। গ্রামের নাম বেলগড়িয়া।
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Army, Rajesh Orang