Viral Video: ভয়ানক কাণ্ড! প্রথমে ফোঁস ফোঁস শব্দ, কাছে যেতেই যা বেরিয়ে এল...,রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন এলাকাবাসী, বিরাট আতঙ্ক!

Last Updated:

Viral Video: স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দিনই এখন বিষধর সাপ বের হচ্ছে। যা দেখে সাধারণ মানুষেরা আতঙ্কের মধ্যে পড়ছেন। এমনকি যেকোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে।

+
সাপ

সাপ উদ্ধার 

আরামবাগ: এক বড়সড় বিষধর চন্দ্রবোড়া সাপ বের হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে। জানা যায়, স্থানীয় বাসিন্দারা অজিত কুমার মৃদ্দার বাগানেতে প্রতিবেশীরা ওই সাপকে বের হতে দেখেন।
এই ঘটনায় আতঙ্কের মধ্যে পড়েন সাধারণ মানুষ। তার কারণ ওই এলাকাতেই বেশ কিছুদিন ধরে সাপের উপদ্রব বেড়েছে। এমনকি ওই এলাকাতে কয়েকটি বিষধর সাপও উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেন পরিবেশ প্রেমী মঙ্গল সাউকে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি মঙ্গলবাবু এবং তার সহকর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় তারা চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করেন।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দিনই এখন বিষধর সাপ বের হচ্ছে। যা দেখে সাধারণ মানুষেরা আতঙ্কের মধ্যে পড়ছেন। এমনকি যেকোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে। হঠাৎই ওই ব্যক্তির বাগানে কয়েকজন  সাপটিকে উদ্ধার করা হয়।
advertisement
অন্যদিকে পরিবেশপ্রেমী মঙ্গল সাউ জানিয়েছেন, স্থানীয় এলাকার মানুষেরা সাপ উদ্ধারের কথা বলেন। এই খবর পাওয়া মাত্রই অজিত বাবুর বাগান থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করি। তিনি জানান, এই সাপ তিনি বন বিভাগে আধিকারিকদের হাতে তুলে দেবেন। মঙ্গলবাবু শুধু আজকের নয় গোটা মহকুমা জুড়ে বিভিন্ন সময় মানুষের জীবনের হাত থেকে বাঁচাতে ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকেন।
advertisement
suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: ভয়ানক কাণ্ড! প্রথমে ফোঁস ফোঁস শব্দ, কাছে যেতেই যা বেরিয়ে এল...,রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন এলাকাবাসী, বিরাট আতঙ্ক!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement