Durga Puja 2025: আনন্দের মাঝেই মানবিক বার্তা! বসিরহাটে পুজোর থিমে মানসিক রোগীদের জীবন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Durga Puja 2025: মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে হাসপাতালের পরিবেশ, যেখানে রোগীরা নিজেদের মতো করে দিন কাটাচ্ছে। কেউ একা বসে আছে, কেউবা দেয়ালের দিকে তাকিয়ে; কারও মুখে অসহায়তার ছাপ
বসিরহাট, জুলফিকার মোল্যা: আনন্দের মাঝেই মানবিক বার্তা, আমতলা আগমনী সংঘের থিমে মানসিক রোগীদের জীবন। বসিরহাটে এবারের দুর্গাপুজোর মণ্ডপে এক ভিন্ন ছবি। আমতলা আগমনী সংঘের উদ্যোগে পুজোর থিমে উঠে এসেছে মানসিক হাসপাতালের চিত্র। সমাজের এক অবহেলিত অধ্যায়—মানসিক রোগীদের জীবনযাত্রা, তাদের কষ্ট, নিঃসঙ্গতা ও বেদনার কাহিনী—মণ্ডপের চারপাশে যেন জীবন্ত হয়ে উঠেছে।
মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে হাসপাতালের পরিবেশ, যেখানে রোগীরা নিজেদের মতো করে দিন কাটাচ্ছে। কেউ একা বসে আছে, কেউবা দেয়ালের দিকে তাকিয়ে; কারও মুখে অসহায়তার ছাপ, আবার কারও চোখে হারিয়ে ফেলা স্বপ্নের ব্যথা। আলোর ব্যবহার, সাদা দেওয়াল, বিছানা আর নানা প্রতীকী শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেছেন মানসিক হাসপাতালের ভেতরের আবহ।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্যদের দাবি, এই থিমের মাধ্যমে সমাজে একটি বার্তা পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য—“মানসিক রোগীরা সমাজের বোঝা নন, তারাও আমাদেরই মতো মানুষ, তাদের ভালোবাসা ও যত্নের প্রয়োজন।” এই ভিন্নধর্মী থিম দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে এলাকাবাসী। কেউ বিস্মিত, কেউ আবেগাপ্লুত। এক দর্শনার্থীর কথায়, “দুর্গাপুজোর মণ্ডপে এমন বার্তাবহ থিম সচেতনতা বাড়াতে অনেক বড় ভূমিকা রাখবে।”
advertisement
বসিরহাটের এই পুজো শুধু শৈল্পিক দিক থেকেই নয়, মানবিকতার দিক থেকেও প্রশংসিত হচ্ছে। সমাজে মানসিক রোগীদের প্রতি যে অবহেলা, সেই দৃষ্টিভঙ্গি বদলাতেই শিল্পীরা তুলে ধরেছেন এমন এক বাস্তব ছবি। ফলে দুর্গোৎসবের আনন্দের মাঝেও মানুষের মনে ছুঁয়ে যাচ্ছে সহমর্মিতা ও সচেতনতার সুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2025 9:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আনন্দের মাঝেই মানবিক বার্তা! বসিরহাটে পুজোর থিমে মানসিক রোগীদের জীবন