• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে ফের মৃত ১ মৎস্যজীবী

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে ফের মৃত ১ মৎস্যজীবী

representative image

representative image

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণে মৃত ১ মৎস্যজীবী

 • Share this:

  #সুন্দরবন: ফের বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম কাশীনাথ শীল। গত সপ্তাহে সুন্দরবনের বেনীফিল জঙ্গলের পার্শ্ববর্তী নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কাশীনাথবাবু। সেখানেই বাঘের কবলে পড়ে প্রাণ হারান তিনি।

  স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, কাশীনাথ সীলের সঙ্গে ছিলেন খোকন মণ্ডল ও নিতাই ঢালি নামের আরও দুই জেলে। সোমবার বিকেলে তাঁরা কাঁকড়া ধরে ফিরে আসছিলেন। ফেরতা পথে, খাঁড়ির পাশের কোর এরিয়ার জঙ্গল থেকে, আচমকাই কাশীনাথের ওপর চড়াও হয় এক বাঘ। মুহূর্তের মধ্যে তাঁকে টেনে নিয়ে চলে যায় জঙ্গলের ভিতর।

  আরও পড়ুন-মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু, জেলায় জেলায় চলছে অশান্তি

  কাশীনাথকে বাঁচানোর চেষ্টায় খোকন ও নিতাই জঙ্গলে ঢুকলে, কিছুদূরে দেখতে পায় তাঁদের সঙ্গীর রক্তাক্ত দেহ। তখনও প্রাণ ছিল কাশীনাথের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুলতলির জামতলা ব্লক হাসপাতালে নিয়ে গেলে , মৃত বলে ঘোষণা করা হয়।

  কিছুদিন আগেও জঙ্গলের ভিতর, খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েছিলেন আর এক মৎস্যজীবী। তবে, কাঁকড়া ধরার বৈধতা থাকার কারণে, সরকাই নিয়ম অনুসারে ক্ষতিপূরণ পাবে নিহত মৎস্যজীবীর পরিবার।

  আরও পড়ুন-ফের ক্রিকেট মাঠে ফিল হিউজ ছায়া, নদিয়ায় মৃত্যু ক্রিকেটারের

  First published: