Nadia News: কালী মূর্তিতে নতুন ভাবনা, শান্তিপুর থেকে কলকাতায় পারি দিল অভিনব প্রতিমা

Last Updated:

Nadia News: বর্তমানে দুর্গাপুজোর মতন কালী পুজোতেও কালী মায়ের বিভিন্ন রূপের আদলে তৈরি প্রতিমা পূজিত হচ্ছেন। তারই এক নিদর্শন দেখা গেল নদিয়ার শান্তিপুরে।

+
শিবের

শিবের উপর বসে রয়েছেন মা কালী

নদিয়া: শান্তিপুর থেকে কলকাতায় পাড়ি দিল কালী প্রতিমার এক ভিন্ন রূপ। কালী প্রতিমা সাধারণত আমরা শিবের উপর দাঁড়িয়ে থাকতেই দেখি। নতুন এই মূর্তিতে শিব ঠাকুরের উপর বসে রয়েছেন কালী। মুখাবয়ব একই থাকলেও পরিবর্তন করা হয়েছে মা কালীর ভঙ্গিমায়। এমনই এক কালী মূর্তি পাড়ি দিয়েছে শান্তিপুর থেকে কলকাতায়। বৃহস্পতিবার সেই প্রতিমা পূজিতা হচ্ছেন বলে জানা গিয়েছে।
পুরাণ ও তন্ত্র গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। তবে সাধারণভাবে তাঁর মূর্তিতে চারটি হাতে খড়্গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয়মুদ্রা; গলায় মানুষের মুণ্ড দিয়ে গাঁথা মালা; বিরাট জিভ, কালো গায়ের রং, এলোকেশ দেখা যায় এবং তাঁকে তাঁর স্বামী শিবের বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিবের ওপর বসে মা কালীকে এর আগে কখনো দেখা গিয়েছে বলে কারো জানা নেই।
advertisement
বর্তমানে দুর্গাপুজোর মতন কালী পুজোতেও কালী মায়ের বিভিন্ন রূপের আদলে তৈরি প্রতিমা পূজিতা হচ্ছেন। কলকাতা মানিকতলার সায়ক রাজ পেশায় ইভেন্ট ম্যানেজার। ভিন রাজ্যসহ ভিন দেশে পর্যন্ত তিনি প্রবাসী বাঙ্গালীদের চাহিদা অনুযায়ী পুজোর বন্দোবস্ত করিয়ে থাকেন। তবে প্রবাসে হলে সে ক্ষেত্রে গতানুগতিক ধারা থেকে একটু অন্য ধরনের বিষয় উপস্থাপিত হয় প্রতিমায়। আর সেই রকমই এক ভিন্ন রূপী কালি মাতাকে দেখা গেল এইদিন শান্তিপুরে।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কালী মূর্তিতে নতুন ভাবনা, শান্তিপুর থেকে কলকাতায় পারি দিল অভিনব প্রতিমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement