A complaint has been filed: অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তা কর্মীকে মারধর, পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের

Last Updated:

A complaint has been filed: ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ম অনুযায়ী মন্দিরে চত্বরে টোটো ঢোকার নিয়ম নেই৷ তাই  আনন্দ দত্তকে বাধা দেন মন্দিরের নিরাপত্তারক্ষীরা।

কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তাকর্মীকে পুরপ্রধানের ধাক্কা
কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তাকর্মীকে পুরপ্রধানের ধাক্কা
অম্বিকা কালনা: উল্টো রথের দিন অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তা কর্মীকে মারধরের প্রেক্ষিতে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে এই ঘটনাটি জানিয়ে চিঠি দেওয়া হল৷
উল্টো রথের দিন অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে অবস্থিত ‘লালজি মন্দিরে’ ভোগ খাওয়ানোর বন্দোবস্ত ছিল। সেখানেই টোটো করে মন্দিরে ভিতর জলের ড্রাম প্রবেশ করাতে যান আনন্দ দত্ত। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ম অনুযায়ী মন্দিরে চত্বরে টোটো ঢোকার নিয়ম নেই৷ তাই  আনন্দ দত্তকে বাধা দেন মন্দিরের নিরাপত্তারক্ষীরা।
সমস্যার সূত্রপাত ঘটে এরপর থেকেই৷ আনন্দ দত্ত নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে ফেলে দেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তাকর্মীকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। মন্দির চত্বরে অনেকেই এই ঘটনাটিকে ক্যামেরা বন্দি করছিলেন৷ স্থানীয়দের অভিযোগ, আনন্দ দত্ত তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে মোবাইলে তোলা বেশ কিছু ফুটেজ জোর করে ডিলিট করান।
advertisement
advertisement
এরই মধ্যেই আজ সামনে এল আরও একটি ভাইরাল ভিডিও। সেখানে দেখা যায় পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র এক আধিকারিককে রীতিমতো শাসানোর ভঙ্গিতে কথা বলছেন৷ ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র তরফ থেকে গোটা ঘটনাটি পূর্ব বর্ধমানের জেলাশাসককে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
A complaint has been filed: অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তা কর্মীকে মারধর, পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement