সর্ষের তেলের সঙ্গে ভেজাল! শেষ রক্ষা হল না, রানাঘাটের ব্যবসায়ীকে আটক
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Mustard oil- দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ডি . ই. বি. আধিকারিকরা ঘটনার সত্যতা খুঁজে পায় এবং একাধিক টিন সর্ষের তেল, রাইসব্র্যান্ড তেল সহ কাঁচা সর্ষে ও বেশ কিছু পরিমান রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত করে।
রানাঘাট: ভেজাল সর্ষের তেল বানানো এবং বিক্রির অভিযোগে রানাঘাট আইসতলা থেকে এক তেল ব্যবসায়ীকে আটক করল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজেয়াপ্ত একাধিক ভেজাল তেল এবং তেল তৈরির সামগ্রী।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে রানাঘাট আইসতলা কালিতলা পাড়া এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা।
আরও পড়ুন- কাচের বোতলের পর গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ!
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে নদিয়ার রানাঘাট আইসতলা কালিতলা এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে এক ব্যক্তি সর্ষের তেল তৈরির কারখানায় রাইস ব্র্যান্ড তেল মিশিয়ে বাজারে বিক্রি করছে। এর পরই দুপুর নাগাদ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় অভিযুক্ত স্বপন ঘোষের কারখানায়।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ডি . ই. বি. আধিকারিকরা ঘটনার সত্যতা খুঁজে পান। একাধিক সর্ষের তেলের টিন , রাইসব্র্যান্ড তেল-সহ কাঁচা সর্ষে ও বেশ কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত হয়।
আরও পড়ুন- মালদহের ভূতনিতে গঙ্গার স্রোতে ভেসে গেল নৌকা, নিখোঁজের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
ভেজাল তেল বাজারে বিক্রি এবং বানানোর কারণে স্বপন ঘোষ নামে ওই তেল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পুলিশ সূত্রে খবর, এইরকম ভেজাল পণ্য তৈরি এবং বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতে আরও অভিযান চলবে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 5:38 PM IST