Alipurduar News: গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে দত্তপাড়ার মণ্ডপ!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
দায়বদ্ধতা এই থিম এবারে আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে উপহার দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব।
আলিপুরদুয়ার: দায়বদ্ধতা এই থিম এবারে আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে উপহার দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবারে এই পুজোর ৭৬তম বর্ষ। প্রতিবছর নতুন থিম দুর্গাপুজোতে জেলাবাসীকে উপহার দিয়ে থাকে এই ক্লাব।
জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ক্লাবটি। অব্যবহৃত জিনিস দিয়ে মণ্ডপসজ্জা কী ভাবে আকর্ষণীয় করা যায় সেদিকে প্রতিবছর নজর থাকে এই ক্লাবের। দু’বছর আগে দুর্গা পুজোয় টায়ার ও টিউব দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছিল এই ক্লাব।
আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!
গত বছর কাঁচের বোতল দিয়ে মণ্ডপ সাজিয়েছিলেন তাঁরা। এ বছর থিম দায়বদ্ধতা। প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে এই মণ্ডপ তৈরি হচ্ছে। হোগলা পাতা, পেঁপে গাছের ছাল, তালের খোসা, বাঁশ, বিভিন্ন গাছের বাকল ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বলে জানালেন ক্লাবের পক্ষ থেকে দীপ্ত চ্যাটার্জী।নদীয়া থেকে শিল্পীরা এসে এই কাজ করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘ও আমার মেয়ে, আমার সঙ্গে থাকে’ অনুষ্ঠানের মাঝে কেন ঝাঁঝিয়ে উঠলেন ঐশ্বর্য?
দীপ্ত চ্যাটার্জী বলেন, “মানুষ আমাদের পুজোর থিম যাতে সারা বছর মনে রাখতে পারে, সেদিকটা আমরা দেখি, বাজেট ধরে চলিনা। থিমের মাধ্যমে শিক্ষামূলক ভাবনার উপস্থাপনা করি।”
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 4:42 PM IST