Alipurduar News: গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে দত্তপাড়ার মণ্ডপ!

Last Updated:

দায়বদ্ধতা এই থিম এবারে আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে উপহার দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব।

+
মন্ডপ

মন্ডপ

আলিপুরদুয়ার: দায়বদ্ধতা এই থিম এবারে আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে উপহার দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবারে এই পুজোর ৭৬তম বর্ষ। প্রতিবছর নতুন থিম দুর্গাপুজোতে জেলাবাসীকে উপহার দিয়ে থাকে এই ক্লাব।
জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ক্লাবটি। অব্যবহৃত জিনিস দিয়ে মণ্ডপসজ্জা কী ভাবে আকর্ষণীয় করা যায় সেদিকে প্রতিবছর নজর থাকে এই ক্লাবের। দু’বছর আগে দুর্গা পুজোয় টায়ার ও টিউব দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছিল এই  ক্লাব।
 আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!
গত বছর কাঁচের বোতল দিয়ে মণ্ডপ সাজিয়েছিলেন তাঁরা। এ বছর থিম দায়বদ্ধতা। প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে এই মণ্ডপ তৈরি হচ্ছে। হোগলা পাতা, পেঁপে গাছের ছাল, তালের খোসা, বাঁশ, বিভিন্ন গাছের বাকল ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বলে জানালেন ক্লাবের পক্ষ থেকে দীপ্ত চ্যাটার্জী।নদীয়া থেকে শিল্পীরা এসে এই কাজ করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘ও আমার মেয়ে, আমার সঙ্গে থাকে’ অনুষ্ঠানের মাঝে কেন ঝাঁঝিয়ে উঠলেন ঐশ্বর্য?
দীপ্ত চ্যাটার্জী বলেন, “মানুষ আমাদের পুজোর থিম যাতে সারা বছর মনে রাখতে পারে, সেদিকটা আমরা দেখি, বাজেট ধরে চলিনা। থিমের মাধ্যমে শিক্ষামূলক ভাবনার উপস্থাপনা করি।”
অনন্যা দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে দত্তপাড়ার মণ্ডপ!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement