Bollywood Gossip Aishwarya Rai Bachchan: 'ও আমার মেয়ে, আমার সঙ্গে থাকে' অনুষ্ঠানের মাঝে কেন ঝাঁঝিয়ে উঠলেন ঐশ্বর্য?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip Aishwarya Rai Bachchan: জয়া বচ্চনের সঙ্গে আরাধ্যাকে তেমন দেখতে পাওয়া না গেলেও, অমিতাভের সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে আরাধ্যাকে। তবে আরাধ্যা যত বড় হয়েছে ততই যেন ঐশ্বর্যর ছায়াসঙ্গী হয়ে উঠেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বচ্চন বহুরানি একবার জানিয়েছিলেন যে অনেক ছোট থেকেই তিনি নিজের কাজ নিজে করা পছন্দ করেন৷ ১৮ বছর বয়স থেকে সংসারের বহু দায়িত্ব তিনি সামলেছেন৷ প্রতিদিন ভোর ৫.৩০-এ তিনি ঘুম থেকে উঠে পড়েন৷ এবং তখন থেকে শুরু হয় তাঁর দিন এবং কাজ৷ মেয়ে হওয়ার পর থেকে তাঁর জীবনের দিক পাল্টেছে৷ নায়িকার জীবনের প্রাধান্য এখন শুধুই আরাধ্যা, বাকি সবকিছু গুরুত্ব কম৷
advertisement
advertisement
অভিষেক বচ্চন আরাধ্যা ট্রোলিং: স্ত্রী ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক ভাঙনের গুঞ্জনের মধ্যেই তাঁদের বিয়ের পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিষেক যখনই মনে করেন, তখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখোমুখি হতে দেরি করেন না। এর মধ্যে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আরাধ্যা৷ এই নিয়ে যা বলেছেন অভিষেক....
advertisement