Bollywood Gossip Aishwarya Rai Bachchan: 'ও আমার মেয়ে, আমার সঙ্গে থাকে' অনুষ্ঠানের মাঝে কেন ঝাঁঝিয়ে উঠলেন ঐশ্বর্য?

Last Updated:
Bollywood Gossip Aishwarya Rai Bachchan: জয়া বচ্চনের সঙ্গে আরাধ্যাকে তেমন দেখতে পাওয়া না গেলেও, অমিতাভের সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে আরাধ্যাকে। তবে আরাধ্যা যত বড় হয়েছে ততই যেন ঐশ্বর্যর ছায়াসঙ্গী হয়ে উঠেছে।
1/11
বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে তাই তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। জন্মের পর থেকেই আরাধ্যাকে নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। তবে মা ঐশ্বর্যা এবং বাবা অভিষেক একটা সময় পর্যন্ত মেয়েকে ক্যামেরার আড়ালে রাখার চেষ্টা করেন।
বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে তাই তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। জন্মের পর থেকেই আরাধ্যাকে নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। তবে মা ঐশ্বর্যা এবং বাবা অভিষেক একটা সময় পর্যন্ত মেয়েকে ক্যামেরার আড়ালে রাখার চেষ্টা করেন।
advertisement
2/11
জয়া বচ্চনের সঙ্গে আরাধ্যাকে তেমন দেখতে পাওয়া না গেলেও, অমিতাভের সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে আরাধ্যাকে। তবে আরাধ্যা যত বড় হয়েছে ততই যেন ঐশ্বর্যার ছায়াসঙ্গী হয়ে উঠেছে।
জয়া বচ্চনের সঙ্গে আরাধ্যাকে তেমন দেখতে পাওয়া না গেলেও, অমিতাভের সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে আরাধ্যাকে। তবে আরাধ্যা যত বড় হয়েছে ততই যেন ঐশ্বর্যার ছায়াসঙ্গী হয়ে উঠেছে।
advertisement
3/11
ঐশ্বর্য এবং তার মেয়ের সাম্প্রতিক আইফায় উপস্থিতি আরও একবার তাদের অবিচ্ছেদ্য বন্ধনকে তুলে ধরেছে।
ঐশ্বর্য এবং তার মেয়ের সাম্প্রতিক আইফায় উপস্থিতি আরও একবার তাদের অবিচ্ছেদ্য বন্ধনকে তুলে ধরেছে।
advertisement
4/11
কন্যাকে কী ভাবে আগলে রাখেন অভিনেত্রী, তা-ও স্পষ্ট হয়ে গিয়েছে বহুবার, নেটিজেনদের কাছে। ২০২৪ সালে পনিয়িন সেলভান: II-এ তার ভূমিকার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার (তামিল) জিতেছিলেন ঐশ্বর্যা। আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত সেই পুরস্কার অনুষ্ঠানে আরাধ্যাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী।
কন্যাকে কী ভাবে আগলে রাখেন অভিনেত্রী, তা-ও স্পষ্ট হয়ে গিয়েছে বহুবার, নেটিজেনদের কাছে। ২০২৪ সালে পনিয়িন সেলভান: II-এ তার ভূমিকার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার (তামিল) জিতেছিলেন ঐশ্বর্যা। আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত সেই পুরস্কার অনুষ্ঠানে আরাধ্যাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
5/11
এক সাংবাদিক ঐশ্বর্যাকে বলেছিলেন, “আরাধ্যা সব সময় আপনার সঙ্গে আছে। সেরাদের মধ্যে থেকে ও শিখছে...তাই না?"হাত তুলে তাঁকে থামইয়ে দেন অভিনেত্রী। মেয়েকে নিয়ে কোনও কথাই তিনি শুনবেন না, এমনই ভাব করেন।
এক সাংবাদিক ঐশ্বর্যাকে বলেছিলেন, “আরাধ্যা সব সময় আপনার সঙ্গে আছে। সেরাদের মধ্যে থেকে ও শিখছে...তাই না?"হাত তুলে তাঁকে থামইয়ে দেন অভিনেত্রী। মেয়েকে নিয়ে কোনও কথাই তিনি শুনবেন না, এমনই ভাব করেন।
advertisement
6/11
"ও আমার মেয়ে। সবসময় আমার সঙ্গে থাকে।” ঐশ্বর্যার  কড়া প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়।
"ও আমার মেয়ে। সবসময় আমার সঙ্গে থাকে।” ঐশ্বর্যার কড়া প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়।
advertisement
7/11
আরাধ্যা বচ্চন, অভিষেক-ঐশ্বর্যের একমাত্র মেয়ে৷ কয়েকদিন ধরেই আরাধ্যা রয়েছে খবরে৷ তাঁকে বারবার মায়ের সঙ্গে দেখা গিয়েছে৷ কথা বলে মেয়েরা মায়ের মতো হয়, আরাধ্যাকে দেখলে একেবারে সেটাই মনে হবে৷ হুবহু মায়ের মতো স্বভাব, যত বড় হচ্ছে ততই যেন দ্বিতীয় ঐশ্বর্য তৈরি হচ্ছে বচ্চন বাড়ির নাতনি৷
আরাধ্যা বচ্চন, অভিষেক-ঐশ্বর্যের একমাত্র মেয়ে৷ কয়েকদিন ধরেই আরাধ্যা রয়েছে খবরে৷ তাঁকে বারবার মায়ের সঙ্গে দেখা গিয়েছে৷ কথা বলে মেয়েরা মায়ের মতো হয়, আরাধ্যাকে দেখলে একেবারে সেটাই মনে হবে৷ হুবহু মায়ের মতো স্বভাব, যত বড় হচ্ছে ততই যেন দ্বিতীয় ঐশ্বর্য তৈরি হচ্ছে বচ্চন বাড়ির নাতনি৷
advertisement
8/11
বচ্চন বহুরানি একবার জানিয়েছিলেন যে অনেক ছোট থেকেই তিনি নিজের কাজ নিজে করা পছন্দ করেন৷ ১৮ বছর বয়স থেকে সংসারের বহু দায়িত্ব তিনি সামলেছেন৷ প্রতিদিন ভোর ৫.৩০-এ তিনি ঘুম থেকে উঠে পড়েন৷ এবং তখন থেকে শুরু হয় তাঁর দিন এবং কাজ৷ মেয়ে হওয়ার পর থেকে তাঁর জীবনের দিক পাল্টেছে৷ নায়িকার জীবনের প্রাধান্য এখন শুধুই আরাধ্যা, বাকি সবকিছু গুরুত্ব কম৷
বচ্চন বহুরানি একবার জানিয়েছিলেন যে অনেক ছোট থেকেই তিনি নিজের কাজ নিজে করা পছন্দ করেন৷ ১৮ বছর বয়স থেকে সংসারের বহু দায়িত্ব তিনি সামলেছেন৷ প্রতিদিন ভোর ৫.৩০-এ তিনি ঘুম থেকে উঠে পড়েন৷ এবং তখন থেকে শুরু হয় তাঁর দিন এবং কাজ৷ মেয়ে হওয়ার পর থেকে তাঁর জীবনের দিক পাল্টেছে৷ নায়িকার জীবনের প্রাধান্য এখন শুধুই আরাধ্যা, বাকি সবকিছু গুরুত্ব কম৷
advertisement
9/11
ড. মার্কার এবং তাঁর স্ত্রী (অভিভাবক প্রশিক্ষক) প্রিয়া মার্কারকে প্রায়ই ঐশ্বর্য, অভিষেক এবং তাঁদের মেয়ে আরাধ্যার সঙ্গে ছুটি কাটাতে দেখা যায়।
ড. মার্কার এবং তাঁর স্ত্রী (অভিভাবক প্রশিক্ষক) প্রিয়া মার্কারকে প্রায়ই ঐশ্বর্য, অভিষেক এবং তাঁদের মেয়ে আরাধ্যার সঙ্গে ছুটি কাটাতে দেখা যায়।
advertisement
10/11
অভিষেক বচ্চন আরাধ্যা ট্রোলিং: স্ত্রী ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক ভাঙনের গুঞ্জনের মধ্যেই তাঁদের বিয়ের পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিষেক যখনই মনে করেন, তখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখোমুখি হতে দেরি করেন না। এর মধ্যে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আরাধ্যা৷ এই নিয়ে যা বলেছেন অভিষেক....
অভিষেক বচ্চন আরাধ্যা ট্রোলিং: স্ত্রী ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক ভাঙনের গুঞ্জনের মধ্যেই তাঁদের বিয়ের পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিষেক যখনই মনে করেন, তখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখোমুখি হতে দেরি করেন না। এর মধ্যে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আরাধ্যা৷ এই নিয়ে যা বলেছেন অভিষেক....
advertisement
11/11
অভিষেক এবং ঐশ্বর্যের ১৭ বছরের দাম্পত্য। তাঁদের এক মেয়ে আরাধ্যা এখন পরিণীত। ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কে ফাটল ধরেছে বলে নানা ধরনের খবর রটেছিল কিছু মাস আগে। যদিও দম্পতি একসঙ্গে একাধিক অনুষ্ঠানে হাজির হওয়ায় এই গুজব বন্ধ হয়ে যায়।
অভিষেক এবং ঐশ্বর্যের ১৭ বছরের দাম্পত্য। তাঁদের এক মেয়ে আরাধ্যা এখন পরিণীত। ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কে ফাটল ধরেছে বলে নানা ধরনের খবর রটেছিল কিছু মাস আগে। যদিও দম্পতি একসঙ্গে একাধিক অনুষ্ঠানে হাজির হওয়ায় এই গুজব বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement