Indian Railway: আসানসোল ডিভিশনের মুকুটে নতুন পালক, বড় স্বীকৃতি পেল ন'টি স্টেশন

Last Updated:

Indian Railway: স্টেশনগুলির পরিবেশগত উন্নতির দিকেও নজর রাখা হয়েছে। কর্মচারীদের পরিবেশ সুরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আসানসোল ডিভিশনের মুকুটে নতুন পালক, বড় স্বীকৃতি পেল ন'টি স্টেশন
আসানসোল ডিভিশনের মুকুটে নতুন পালক, বড় স্বীকৃতি পেল ন'টি স্টেশন
আসানসোল, পশ্চিম বর্ধমান : আসানসোল ডিভিশনের মুকুটে নয়া পালক। নতুন শিরোপা পেল আসানসোল ডিভিশনের ন’টি স্টেশন। কারণ পূর্ব রেলের অধীনস্থ এই ন’টি স্টেশন পেল আইএসও ১৪০০১-২০১৫ সার্টিফিকেট।
স্টেশনগুলির পরিবেশগত ব্যবস্থাপনার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। যার ফলে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পূর্ব রেলের কর্তারা। নতুন শিরোপা পেয়ে দায়িত্ব আরও বাড়ল আসানসোল ডিভিশনের, এমনটাই মনে করছেন এই ডিভিশনের আধিকারিকরা।
advertisement
advertisement
রেলের আধিকারিকরা বলছেন এই পুরস্কার পূর্ব রেলের জন্য নতুন শিরোপা। পাশপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য, স্টেশনগুলির পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব ট্রেন পরিচালনা নিশ্চিত করছে। আসানসোল ডিভিশনে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার যে প্রাথমিক বিষয়গুলি রয়েছে, সেগুলি পূরণ করতে নটি স্টেশন যে সক্ষম, এটি তারই স্বীকৃতি। সেদিকে ইঙ্গিত করছে।
কিন্তু আসানসোল ডিভিশন কোন স্টেশন গুলি এই বিশেষ সার্টিফিকেট পেয়েছে? যে স্টেশনগুলি এই শংসাপত্র পেয়েছে, সেগুলি হল আসানসোল, রানিগঞ্জ, অণ্ডাল, দুর্গাপুর, মধুপুর, বাসুকিনাথ, জসিডি, বৈদ্যনাথধাম এবং দেওঘর। এই স্টেশনগুলি পরিবেশ ব্যবস্থাপনা, এবং যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত বিষয়গুলি খেয়াল রেখে ইকো স্মার্ট স্টেশনের মর্যাদা অর্জন করেছে৷
advertisement
কিন্তু এই সাফল্য এল কিভাবে? রেল সূত্রে খবর, এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বেশ কয়েকটি উদ্যোগের মাধ্যমে। যার মধ্যে রয়েছে স্টেশনগুলির পরিকাঠামোগত উন্নয়ন, যার সঙ্গে ধারাবাহিকভাবে স্টেশনগুলির পরিবেশগত উন্নতির দিকেও নজর রাখা হয়েছে।
advertisement
স্টেশন কর্মচারীদের পরিবেশ সুরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশবান্ধব প্রক্রিয়া এবং পরিষেবাগুলি তৈরি করা হয়েছে। পাশাপাশি, বর্জ্য হ্রাস করে এবং সামগ্রীর পুনঃব্যবহার যোগ্য করে তোলার জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।
advertisement
পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সূত্রটি এনে দিতে সাহায্য করেছে বলে মনে করছেন রেল কর্তারা। ন’টি স্টেশন সৌরশক্তি ব্যবহারের দিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। প্রযুক্তি, দক্ষ যন্ত্রপাতি, সেন্সর প্রযুক্তির মাধ্যমে স্টেশন চত্বরের চারপাশে সবুজের আচ্ছাদন বাড়ানো হয়েছে। জল সংরক্ষণেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ছোট ছোট পদক্ষেপগুলি এনে দিয়েছে এত বড় স্বীকৃতি।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: আসানসোল ডিভিশনের মুকুটে নতুন পালক, বড় স্বীকৃতি পেল ন'টি স্টেশন
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement