হাওড়াবাসীর জলের সমস্যা মেটাতে ৭টি হেল্পলাইন চালু করল পুরনিগম

Last Updated:
#হাওড়া: কলের জলে কখনও বেরোচ্ছে পোকা। কখনও আবার পরিশ্রুত জলে মিশছে নোংরা । স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ । হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে এই সমস্যা দীর্ঘদিনের । এবার তাই এলাকাবাসীর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করল হাওড়া পুরনিগম ।
নাগরিক পরিষেবার মান বাড়াতেই হাওড়া পুরসভাকে পুরনিগমে উন্নীত করা হয় । কিন্তু তারপরও বহু এলাকায় পানীয় জলের সমস্যা মেটেনি। এলাকাবাসী কাউন্সিলরদের দ্বারস্থ হলেও তাঁরা নাকি বিষয়টি এড়িয়ে গিয়েছেন । এমনকি, বেশিরভাগ সময়েই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জল সমস্যার কথা জানানো হয়নি বলেও অভিযোগ । সমস্যা মোকাবিলায় সোমবার থেকে সাতটি হেল্প লাইন চালু করল পুরনিগম । এগুলি চালু থাকবে আগামী সেপ্টেম্বর অবধি ।
advertisement
-৯১৬৩৫৪৬৭৪৭, ৯৮৩১৯৬৬৫০৭
advertisement
(লাইন খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা)
- ৮০১৩৩০৮৮৯৮১, ৯৭৪৮৮২৫৭৯১
(লাইন খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ৯টা)
-০৩৩২৬৩৮৩২১১/১২/১৩ নম্বরে ফোন করে
২২৯ অথবা ২৫১ এক্সটেনশনে কথা বলতে হবে
(২৪ ঘণ্টাই এই ল্যান্ডলাইনে ফোন করা যাবে)
পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকদের একাংশ । তবে বাকিদের মতে, হেল্পলাইন খোলার আগে পুর এলাকার সর্বত্র পাইপলাইন পাতলে ভালো হত। তাহলে সব ওয়ার্ডেই পৌঁছে যেত পানীয় জল ৷
advertisement
আপাতত হাওড়ার ৫০টি ওয়ার্ডের মানুষ এই হেল্পলাইন ব্যবহার করতে পারবেন । কিন্তু বেলুড় এলাকার ১৬টি ওয়ার্ড এই পরিষেবার আওতায় থাকছে না । যদিও পানীয় জল সরবরাহ নিয়ে সেখানকার বাসিন্দাদেরও বিস্তর অভিযোগ রয়েছে ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়াবাসীর জলের সমস্যা মেটাতে ৭টি হেল্পলাইন চালু করল পুরনিগম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement