হাওড়াবাসীর জলের সমস্যা মেটাতে ৭টি হেল্পলাইন চালু করল পুরনিগম
Last Updated:
#হাওড়া: কলের জলে কখনও বেরোচ্ছে পোকা। কখনও আবার পরিশ্রুত জলে মিশছে নোংরা । স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ । হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে এই সমস্যা দীর্ঘদিনের । এবার তাই এলাকাবাসীর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করল হাওড়া পুরনিগম ।
নাগরিক পরিষেবার মান বাড়াতেই হাওড়া পুরসভাকে পুরনিগমে উন্নীত করা হয় । কিন্তু তারপরও বহু এলাকায় পানীয় জলের সমস্যা মেটেনি। এলাকাবাসী কাউন্সিলরদের দ্বারস্থ হলেও তাঁরা নাকি বিষয়টি এড়িয়ে গিয়েছেন । এমনকি, বেশিরভাগ সময়েই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জল সমস্যার কথা জানানো হয়নি বলেও অভিযোগ । সমস্যা মোকাবিলায় সোমবার থেকে সাতটি হেল্প লাইন চালু করল পুরনিগম । এগুলি চালু থাকবে আগামী সেপ্টেম্বর অবধি ।
advertisement
-৯১৬৩৫৪৬৭৪৭, ৯৮৩১৯৬৬৫০৭
advertisement
(লাইন খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা)
- ৮০১৩৩০৮৮৯৮১, ৯৭৪৮৮২৫৭৯১
(লাইন খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ৯টা)
-০৩৩২৬৩৮৩২১১/১২/১৩ নম্বরে ফোন করে
২২৯ অথবা ২৫১ এক্সটেনশনে কথা বলতে হবে
(২৪ ঘণ্টাই এই ল্যান্ডলাইনে ফোন করা যাবে)
পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকদের একাংশ । তবে বাকিদের মতে, হেল্পলাইন খোলার আগে পুর এলাকার সর্বত্র পাইপলাইন পাতলে ভালো হত। তাহলে সব ওয়ার্ডেই পৌঁছে যেত পানীয় জল ৷
advertisement
আপাতত হাওড়ার ৫০টি ওয়ার্ডের মানুষ এই হেল্পলাইন ব্যবহার করতে পারবেন । কিন্তু বেলুড় এলাকার ১৬টি ওয়ার্ড এই পরিষেবার আওতায় থাকছে না । যদিও পানীয় জল সরবরাহ নিয়ে সেখানকার বাসিন্দাদেরও বিস্তর অভিযোগ রয়েছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2018 9:03 PM IST