Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে 'দানব' বাসের ধাক্কায় গুরুতর জখম ৬
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Accident: মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ হাওড়াগামী একটি বেসরকারি বাস ১৬ নম্বর জাতীয় সড়কে, সাঁকরাইল খাঁপাড়া ট্র্যাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হতে থাকা সাইকেল এবং বাইকে ধাক্কা মারে, ঘটনায় গুরুতর জখম ৬ জন।
হাওড়া: মঙ্গলবার সাত সকালে জাতীয় সড়কে দুর্ঘটনা! নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় জখম ৬ জন পথচারী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ হাওড়াগামী একটি বেসরকারি বাস ১৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোড ধরে যাওয়ার সময়ে সাঁকরাইল খাঁপাড়া ট্র্যাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হতে থাকা সাইকেল এবং বাইকে ধাক্কা মারে।
এই ঘটনায় মোট ৬ জন আহত হয়। এদের মধ্যে এক মহিলা-সহ মোট তিনজন গুরুতর আহত। আহতদের মধ্যে একজনের বাড়ি কান্দুয়া গ্রামে। আহতদের উদ্ধার করে গাববেড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
ঘটনার জেরে ২৫-৩০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। সাঁকরাইল থানার পুলিশ চালক-সহ বাসটিকে আটক করেছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, ১৬ নং জাতীয় সড়কের খাঁপাড়া ক্রসিং থেকে প্রতিদিন অসংখ্য মানুষ বাস ধরেন । একই সঙ্গে সাইকেল বাইক টোটো অটো-সহ হাজার হাজার মানুষ পার হয় ক্রসিং। ব্যস্ততম এই স্থানে কিছুদিন অন্তর দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি দুর্ঘটনা কম করতে এখানে আরও বেশি তৎপরতা প্রয়োজন পুলিশের। সম্পূর্ণরূপে দুর্ঘটনা কম করতে আন্ডার পাস বা উড়ালপুলের প্রয়োজন।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2025 11:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে 'দানব' বাসের ধাক্কায় গুরুতর জখম ৬






