The Family Man Actor Death: সব শেষ...! মারা গেলেন 'ফ্যামিলি ম্যান'-খ্যাত অভিনেতা, গভীর জঙ্গলে মিলল ক্ষত-বিক্ষত দেহ, কীভাবে হল মৃত্যু?

Last Updated:

The Family Man Actor Death: বিনোদন জগতে ফের গভীর শোকের ছায়া৷ জনপ্রিয় ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান' সিজন ৩- চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা রোহিত বসফোরকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

News18
News18
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবার বিকেলে রোহিত তাঁর বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। অভিনেতা রাত ১২:৩০ নাগাদ তার বাড়ি থেকে বেরোন। তবে,যত সময় পেরিয়েছে এবং তাঁর পরিবার আর যোগাযোগ করতে পারেনি৷ তারপর থেকেই উদ্বেগ বাড়তে থাকে। খবরে আরও জানা গেছে, অভিনেতার এক বন্ধু তাঁর পরিবারকে একটি দুর্ঘটনার কথা জানান। রোহিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়,কিন্তু পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকে পাথর পরিবারের সকলে। কিন্তু কীভাবে মৃত্যু হল অভিনেতার? তা নিয়ে রহস্য বাড়ছে৷
advertisement
advertisement
অভিনেতার পরিবার SDRF-এর সঙ্গে যোগাযোগ করে এবং তারা রোহিত বসফোরের মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে মাথা,মুখ এবং অন্যান্য অংশে গভীর ক্ষত রয়েছে।
advertisement
অভিনেতার পরিবার রোহিত বসফোরকে খুনের সন্দেহ করছে। তারা দাবিতে বলেন, সম্প্রতি রোহিতের সঙ্গে পার্কিং নিয়ে ঝামেলা হয়। এই বিবাদে, তিনজন ব্যক্তি – রঞ্জিত বসফোর, অশোক বসফোর এবং ধরম বসফোর বলেছিলেন যে, তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও জিমের মালিক অমরদীপের নামও জানিয়েছেন তারা, যিনি রোহিতকে এই ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, চার অভিযুক্তই বর্তমানে পলাতক এবং তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
The Family Man Actor Death: সব শেষ...! মারা গেলেন 'ফ্যামিলি ম্যান'-খ্যাত অভিনেতা, গভীর জঙ্গলে মিলল ক্ষত-বিক্ষত দেহ, কীভাবে হল মৃত্যু?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement