Joydev Mela: অজয় নদের তীরে জয়দেব মেলার শেষে পালিত হল ৫৫০ বছরের প্রাচীন এই রীতি

Last Updated:

Joydev Mela: একসময় এই মেলায় এসে গান গাইতে আসতেন বিভিন্ন প্রান্তের বাউলরা । যে কারণে এই মেলাকে বাউল মেলাও বলে অনেকে

বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন এই বাউল গানের আসরে
বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন এই বাউল গানের আসরে
দুবরাজপুর : বীরভূমের দুবরাজপুরে দরবেশের দরবারে আউল , বাউল , সাই ও দরবেশরা , বাউল গান ও আধ্যাত্মিক আলোচনা চলছে ৩ দিন ধরে ।    বীরভূমের অজয় নদের তীরে হয় মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলা । একসময় এই মেলায় এসে গান গাইতে আসতেন বিভিন্ন প্রান্তের বাউলরা । যে কারণে এই মেলাকে বাউল মেলাও বলে অনেকে ।
এই তিন দিনের জয়দেব মেলা শেষে চিরাচরিত প্রথা মেনে পরবর্তী তিন দিনের জন্য দুবরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ পাড়াতে আউল , বাউল , সাই , দরবেশ , ফকির , সাধু ও বৈষ্ণব এসে জমায়েত হয় । রীতি মেনে বিগত ৫৫০ ধরে এই বাউল , লোকগীতি ও আধ্যাত্মিক আলোচনার আসর অনুষ্ঠান হয়ে আসছে ।
advertisement
বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর বা মামাভাগ্নে পাহাড়ের পাশেই রয়েছে দরবেশ পাড়া , আর এই দরবেশ পাড়াতেই রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধি । রীতি মেনে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে প্রতিবছর মাঘ মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত এই তিনদিন বাউল গানের আসর বসে ।  অনেক বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন এই বাউল গানের আসরে ।
advertisement
advertisement
আরও পড়ুন :  রাজভোগ ও রসগোল্লার মধ্যে কী কী পার্থক্য, জেনে নিন
জয়দেব মেলা প্রাঙ্গণের আখড়ায় আখড়ায় সাধুসন্ত, আউল, বাউল, সাঁই, দরবেশদের নিমন্ত্রণ জানানো হয় জয়দেব মেলা থেকে এই দরবেশ বাবার আখড়ায় আসার জন্য । আর সেই নিমন্ত্রণ পেয়েই সাধুসন্ত , আউল , বাউল , সাঁই , দরবেশরা আসেন বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ বাবার আখড়ায় । জয়দেব মেলা শেষের পর জয়দেব মেলা প্রাঙ্গণ থেকে বাউল গানকে সঙ্গী করে এই সমস্ত মানুষেরা জমায়েত করেন দরবেশ বাবার আখড়ায় ।
advertisement
আরও পড়ুন :  ম্যাকাও থেকে কাকাতুয়া, হরেক বিদেশি পাখিদের নিয়ে জমে উঠেছে মেলা
দরবেশ বাবার আখড়ায় এই বাউল আসরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই আসরে শুধু বীরভূমের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরাই আসেন না, ভিন রাজ্য ঝাড়খণ্ড , বোকারো , ভিন জেলা বাঁকুড়া , পুরুলিয়া , মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থান থেকে আসেন দরবেশরা । আর বাউলপ্রেমীরাও ছুটে আসেন এখানে । সব মিলিয়ে ভিড় থাকে চোখে পড়ার মতো । মূলত বাউল গান, ফকিরি গান, লোকগীতি ও আধ্যাত্মিক আলোচনায় শোনার জন্যই বহু মানুষ আসেন এই আখড়ায় ।
advertisement
তবে শেষ দিনে হয় নগর ভ্রমণ বাউলের তালে তাল মিলিয়ে ।উল্লেখ্য , দু-বছর করোনা মহামারি কাটিয়ে আবার পুরনো ছন্দে ফিরেছে দুবরাজপুরের দরবেশ বাবার আখড়া । এইবছর অসংখ্য আউল , বাউল , সাই ও দরবেশরা এসেছেন বাবার আখড়ায় , মহোৎসব চলে তিনদিন ধরে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joydev Mela: অজয় নদের তীরে জয়দেব মেলার শেষে পালিত হল ৫৫০ বছরের প্রাচীন এই রীতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement