Extramarital Affair: ৫ মাসে পালিয়েছে ৫০০ বউ! বারাসতের স্বামীদের ত্রাস এখন 'এটি'ই! ভেঙে তছনছ একের পর এক সুখের সংসার, কী ঘটছে?

Last Updated:

Extramarital Affair: সোশ্যাল মিডিয়ার রঙিন জগতে বন্ধুত্ব থেকে প্রেম! আর সেই প্রেমের টানেই ঘর ছাড়ছেন শত শত গৃহবধূ, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলার বিশেষ রিপোর্টে।

পরকীয়ায় ভাঙছে সংসার। প্রতীকী ছবি।
পরকীয়ায় ভাঙছে সংসার। প্রতীকী ছবি।
বারাসত: সোশ্যাল মিডিয়ার রঙিন জগতে বন্ধুত্ব থেকে প্রেম! আর সেই প্রেমের টানেই ঘর ছাড়ছেন শত শত গৃহবধূ, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলার বিশেষ রিপোর্টে। যেখানে দেখা গিয়েছে, চলতি বছরে মাত্র পাঁচ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ জন গৃহবধূ! পরিবারে স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অনেকেই স্বেচ্ছায় ছেড়েছেন সংসার। নতুন প্রেমিকের হাত ধরে পাড়ি দিয়েছেন অজানার ঠিকানায়। বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রেমিক পূর্বপরিচিত বা সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা সম্পর্কের ফল।
অনেকে আবার স্বামীর পরিচিত ব্যক্তির হাত ধরেই পালিয়েছেন বলেও জানাচ্ছে পুলিশের বিশেষ সূত্র। তবে এমন পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক বারাসত পুলিশ জেলার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক গৃহবধূ নিখোঁজ হলে আইনি দিক থেকে তেমন কিছু করার থাকে না। অনেকক্ষেত্রেই পুলিশ উদ্ধার করতে গেলেও, তাঁরা নিজেরাই জানিয়ে দিচ্ছেন, ফিরে যেতে চান না পুরোনো সংসারে।
advertisement
আরও পড়ুনঃ এল প্রেমিকা, চলছিল রোম্যান্টিক ডেট! আচমকা ধরানো হল ১২০০০ টাকার বিল! ভয়ঙ্কর অভিযোগ দিল্লির যুবকের, হতবাক নেটদুনিয়া
পুলিশের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত বারাসত পুলিশ জেলার বিভিন্ন থানায় মোট ৫৩৬ যুবতী, মহিলার নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে প্রায় ৫০০ জনই বিবাহিত। শুধু গৃহবধূই নয়, জেলায় নিখোঁজ হয়েছেন ১৯৯ নাবালিকা এবং ৩৩ নাবালক। তাদের মধ্যে যথাক্রমে ১৭০ ও ২৫ জনকে উদ্ধার করাও সম্ভব হয়েছে।
advertisement
advertisement
কী কারণে সংসার ছাড়ার এমন সিদ্ধান্ত নিচ্ছেন গৃহবধূরা? বিশিষ্ট মনোবিদ রিয়া রায় জানান, এই ঘটনার পেছনে রয়েছে একাকীত্ব, সাংসারিক অশান্তি এবং দাম্পত্যে ফাটল। অনেকেই শিকার হচ্ছেন হিংসার। দমবন্ধ হয়ে আসা সেই পরিবেশ থেকে বাঁচার পথ খুঁজতে গিয়েই জড়িয়ে পড়ছেন অন্য সম্পর্কে। শুধু তাই নয়, শারীরিক সম্পর্কের বিষয়টিও রয়েছে। আর সে ক্ষেত্রে বিশেষ সাহায্য করছে মোবাইলে, সোশ্যাল মিডিয়া। সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের নানা রঙিন স্বপ্ন দেখিয়ে, ঘর ভাঙছে পরপুরুষরা, প্রেমের প্রতিশ্রুতি-সহ নানা প্রলোভনে পা দিয়েই সংসার ত্যাগ করছেন গৃহবধূরা। যা সমাজের একটি গভীর বিপজ্জনক মানসিক ও সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ উইল করার আগে বাবার মৃত্যু হলে বিবাহিত মেয়ে সম্পত্তি পাবে? কতটা অংশ পাওয়ার অধিকারী সে? আইন কী বলে? জানুন
কর্মসূত্রে দূরে থাকা স্বামী, বা সাংসারিক একঘেয়েমি অশান্তির সম্মুখীন হওয়া পরিবারে এই ধরনের ঘটনা বেশি ঘটছে। অনেক স্বামী পুলিশের কাছে বউ চলে যাওয়ার অভিযোগ জানাতে এসে, নিজেদের নাম যাতে প্রকাশ্যে না আসে তারও অনুরোধ জানাচ্ছেন। তবে জেলা পুলিশের তরফ থেকে নাবালিকাদের বিয়ে-সহ এই ধরনের প্রবণতা আটকাতে আগে থেকেই সচেতনতা প্রচার চালান হয় এলাকার বিভিন্ন স্কুলগুলিতে। এমন পরিস্থিতিতে বারাসত পুলিশ জেলার এই পরিসংখ্যান সমাজের কাছে যেন এক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। সাংসারিক সম্পর্কের ভিত কী তাহলে সত্যিই এতটা দুর্বল হয়ে পড়ছে? তবে এই পরিসংখ্যান সামনে আসার পর কিছুটা হলেও দুশ্চিন্তা বেড়েছে স্বামীদের।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extramarital Affair: ৫ মাসে পালিয়েছে ৫০০ বউ! বারাসতের স্বামীদের ত্রাস এখন 'এটি'ই! ভেঙে তছনছ একের পর এক সুখের সংসার, কী ঘটছে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement