Home /News /south-bengal /
১১ জন প্রেমিকার মধ্যে ৫ জনের গলায় চেন জড়িয়ে খুন করল এই যুবক!

১১ জন প্রেমিকার মধ্যে ৫ জনের গলায় চেন জড়িয়ে খুন করল এই যুবক!

photo source collected

photo source collected

 • Share this:

  #বর্ধমান: পরিচালক টম টকয়ারের ছবি 'পারফিউম' দেখেছেন? সেখানে গল্পটা ছিল এই রকম, একজন পুরুষ সে মেয়েদের সঙ্গে সহবাস করে। তারপর তাদের মেরে ফেলে। তারপর সেই শরীর পঁচিয়ে সেখান থেকে সে পারফিউম বানাতো। যার সঙ্গেই সে সহবাস করেছে তাকেই সে মেরে ফেলেছে। ঠিক এরকমই ঘটনা ঘটলো খোদ এই রাজ্যে।

  তবে পারফিউম বানানোর জন্য সে খুন করে না। খুন করে নেশায়। খুনের নেশা। গত কয়েক মাসে কামারুজ্জামান সরকার নামের যুবক ১১ জন মহিলাকে নিজের প্রেমের জালে ফাসায়। সম্পর্ক ভেঙে গেলে সে খুন করে তাদের। এ যাবৎ ১১ জনের মধ্যে ৫ জন প্রেমিকাকে সে খুন করেছে। গলায় লোহার চেন পেচিয়ে খুন করে সে। অবশেষে এই সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। এই কিলারের নাম রাখা হয়েছে 'চেনম্যান'।

  First published:

  Tags: Kalna, Murdered, Women

  পরবর্তী খবর