Murshidabad News: পথ ভুলে সীমান্ত পার চার যুবককের, ওপার বাংলায় ফেরাল বিএসএফ

Last Updated:

কাজের খোঁজে বেরিয়ে অজান্তেই ভারতে প্রবেশ, টানা জিজ্ঞাসাবাদ বিএসএফের৷ অবশেষে ফেরানো হল ওপার বাংলায়

#মুর্শিদাবাদ: কাজের খোঁজে বিভিন্ন গ্রামে ঘুরছিল চার যুবক। যাদের মধ্যে তিন জনের বয়স ১৪ থেকে ১৬। আর একজন ২০। পেটের তাগিদে সকাল থেকেই কাজের খোঁজ করছিলেন ওঁরা। হঠাৎই তাঁদের ঘিরে ফেলল জনা কয়েক বন্দুকধারী। নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ।কোনও চিত্রনাট্য নয়। বাস্তবেই কাজের খোঁজে বেরিয়ে ওপার বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে ঘুরতে ঘুরতে অজান্তেই ওঁরা ঢুকে পড়েছিলেন মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম মেঘনায়।আর তাতেই বিপত্তি।
advertisement
সেই সময় সীমান্তে টহলদারিতে ছিলেন বিএসএফ জওয়ানরা। হঠাৎ চার যুবককে ঘুরতে দেখে সন্দেহ হয় তাঁদের। অনুপ্রবেশকারী সন্দেহভাজন ভেবে চারজনকেই আটক করা হয়। নিয়ে যাওয়া হয় ১৪১ নম্বর ব্যাটেলিয়নে। শুরু হয় চারজনের জিজ্ঞাসাবাদ। অবশ্য তার আগেই তল্লাশি চালান বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রে খবর, ওই চার যুবকের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। এদের মধ্যে তিনজন নাবালক।
advertisement
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের জন্য গ্রামে ঘুরছিলেন। তারা না জেনেই মেঘনাতে ঢুকে পড়েছিলেন। যদিও প্রথমে এই তত্ত্ব মানতে রাজি হয়নি ওই ব্যাটেলিয়নের কর্তা। যোগাযোগ করা হয় বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে। জানানো হয় চারজনের পরিচয়, বাড়ির ঠিকানা। খোঁজ নিতে বলা হয় এদের সম্পর্কে। এরপরই বর্ডার গার্ড বাংলাদেশের তরফে মুন্সিগঞ্জ জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই চার যুবকের সম্পর্কে তথ্য যাচাই করা হয়। বিজিবি-র তরফে যোগাযোগ করে ওই চার যুবক সম্পর্কিত তথ্য তুলে দেওয়া হয় বিএসএফ কর্তাদের ।এরপরই ১৪১ নম্বর ব্যাটেলিয়নের কর্তা নগেন্দ্র সিং ওই চার যুবককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
তাদের তরফে ভাল করে ওই যুবককে বুঝিয়ে তুলে দেওয়া হয় বিজেবি-র হাতে। বিএসএফ কর্তা নগেন্দ্র সিং জানিয়েছেন, ওই চার যুবকের কোনও অপরাধের সঙ্গে যোগ নেই। দুই দেশের বাহিনী আলোচনা করেই মানবিকতার খাতিরে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি আরও বার্তা দিয়েছেন, সীমান্ত কোনও সন্দেহভাজনকে রেয়াদ করে না বিএসএফ।
advertisement
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পথ ভুলে সীমান্ত পার চার যুবককের, ওপার বাংলায় ফেরাল বিএসএফ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement