• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • Durgapur Gold Racket: অনলাইনে টাকা নিয়ে সোনার দোকানে গিফট ভাউচার দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারণা, ধৃত ৪

Durgapur Gold Racket: অনলাইনে টাকা নিয়ে সোনার দোকানে গিফট ভাউচার দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারণা, ধৃত ৪

অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক

অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক

অভিযোগ, অনলাইনে টাকা নিয়ে বিভিন্ন সোনার দোকানে গিফট ভাউচার দেওয়ার কথা জানাত এই প্রতারকরা (Inter City Gold Fraud Racket)

 • Share this:

  দুর্গাপুর : আন্তঃরাজ্য সোনা প্রতারণার সাথে জড়িত অভিযোগে ২ মহিলা-সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। তাদের বিরুদ্ধে সোনার দোকানের গিফট ভাউচার দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, অনলাইনে টাকা নিয়ে বিভিন্ন সোনার দোকানে গিফট ভাউচার দেওয়ার কথা জানাত এই প্রতারকরা (Inter City Gold Fraud Racket)।

  আরও পড়ুন : গভীর রাতে নিরাশ্রয় পথবাসীদের কম্বল দিলেন জেলাশাসক

  ধৃতদের মধ্যে আছে বিহারের জামতারার কুখ্যাত দুষ্কৃতী নাঈমুল হক, জামুড়িয়ার বিনোদ পাত্র, অঞ্জনা সিং, এবং কাজল সিং। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এভাবে প্রতারণা চালাত বলে দাবি পুলিশের।

  আরও পড়ুন : রাস্তায় নেমে দোকান বন্ধ করতে বাধ্য করল পুলিশ, কেন?

  ইতিমধ্যেই বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের ভিত্তিতে চারজনকে দুর্গাপুর সিটি সেন্টারের একটি সোনার দোকান থেকে গ্রেফতার করে পুলিশ (Durgapur City Centre)।

  আরও পড়ুন : একদিনে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল, উদ্বিগ্ন জেলা প্রশাসন

  এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, ধৃতদের আইনজীবী কল্লোল ঘোষের দাবি, এদের সম্বন্ধে পুলিশ এখনও সোনা প্রতারণা চক্রের কোনও তথ্য খুঁজে পায়নি। পুলিশি হেফাজত চেয়ে অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

  ( প্রতিবেদন-অর্পণ চক্রবর্তী)

  Published by:Arpita Roy Chowdhury
  First published: