Murshidabad News: খেলতে যাওয়াই কাল হল! পদ্মা নদীতে জলস্তর বৃদ্ধি হতেই তলিয়ে গেল ৩! ঘরে ফেলা হল না যুবকের, উদ্ধার ২

Last Updated:

Murshidabad News: নদীর ধারে খেলতে গিয়েই মঙ্গলবার এই মর্মান্তিক পরিনতি ঘটল। মৃত্যু হল এক যুবকের।

জলঙ্গীর পদ্মা নদী 
জলঙ্গীর পদ্মা নদী 
মুর্শিদাবাদ: প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার সকাল থেকেই হঠাৎই পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি হতে শুরু করেছে। আর জলঙ্গীর পদ্মার জল বৃদ্ধি হতেই জলের তলিয়ে যায় তিন যুবক। নদীর ধারে খেলতে গিয়েই মঙ্গলবার এই মর্মান্তিক পরিনতি ঘটল। মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নুরাবুল ইসলাম (২২)। মঙ্গলবার ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়া এলাকার।
জানা গিয়েছে, নদীর ধারে খেলতে গিয়ে তলিয়ে যান তিন যুবক। দু’জনকে উদ্ধার করা গেলেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও মেলেনি নুরাবুল ইসলাকে। উদ্ধার হওয়া দুই কিশোর সুস্থ থাকলেও নিখোঁজ হওয়া কিশোরের জন্য চিন্তায় থাকে এলাকাবাসী। অবশেষে ডুবুরি এসে খোঁজাখুঁজি শুরু হয়। এবং উদ্ধার হয় নিখোঁজ হওয়া নুরাবুলকে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, ওই তিন কিশোর নদীর ধারে খেলাধুলা করতে যায় এবং দুর্ঘটনাবশত তলিয়ে যায় পদ্মার জলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। হঠাৎই পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি হতেই এই মর্মান্তিক পরিণতি ঘটে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ বলেই জানা গিয়েছে। ঘটনায় শোকাহত গোটা গ্রাম-সহ পরিবার।
advertisement
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: খেলতে যাওয়াই কাল হল! পদ্মা নদীতে জলস্তর বৃদ্ধি হতেই তলিয়ে গেল ৩! ঘরে ফেলা হল না যুবকের, উদ্ধার ২
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement