Durga Puja 2021: দুর্গাপুজোর এই মণ্ডপে এবার ধরা দেবে আফ্রিকার মানুষের জীবনযাপন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এক নম্বর ব্লকের গান্ধি কলোনির গ্রামবাসী বৃন্দ ও কলা কল্পের পরিচালনায় প্রতিবছরই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর থিম উঠে আসে তাদের মাতৃবন্দনায়।
#দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের সোঁদা মাটির নোনা জলের পাশাপাশি নীল আকাশের স্নিগ্ধতা জানান দিচ্ছে মা আসছেন। হাতে আর মাত্র কয়েকদিন। পুজো প্যান্ডেল গুলির ব্যস্ততা তাই তুঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এক নম্বর ব্লকের গান্ধি কলোনির গ্রামবাসী বৃন্দ ও কলা কল্পের পরিচালনায় প্রতিবছরই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর থিম উঠে আসে তাদের মাতৃবন্দনায় (Durga Puja 2021)।
এ বছর তাঁদের থিম 'আফ্রিকার মানবজাতি'। কলা কল্পের দুর্গাপুজো শুধু সুন্দরবন নয়। স্থানীয় এলাকার পাশাপাশি অন্যান্য শহরতলিতেও বেশ পরিচিতি অর্জন করেছে। এ বছর ৪৪তম বর্ষে পদার্পণ করল এই পুজো। শাস্ত্রীয় রীতিনীতি মেনেই, নিষ্ঠা সহকারে হয়ে থাকে দুর্গাপুজো। তবে এবার শুধু মণ্ডপই নয়, প্রতিমাও তৈরি করা হচ্ছে আফ্রিকার জনজাতির আদলে। দেবী মাকেও দেখা যাবে আফ্রিকান সংস্কৃতির সঙ্গে সেজে উঠতে। আফ্রিকার মানব জাতির আদলে প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী রনিত পাল।
advertisement
শিল্পী জানান, 'আফ্রিকার জনজাতির সঙ্গে সাদৃশ্য রেখেই দেবী মায়ের রূপ ফুটিয়ে তোলা হবে'। বিগত বছর গুলির মতো এ বছরেও, শহুরে থিমের পুজোর সঙ্গে পাল্লা দিতে তৈরি হচ্ছে সুন্দরবনের পুজো কমিটিগুলি। মণ্ডপ শিল্পী মানস সাহা বলেন, "দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করলেই, তাঁদের মনে হবে যেন প্রবেশ করেছেন আফ্রিকার কোনও গ্রাম্য পরিবেশে। বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হবে সেখানকার জনজীবনের প্রতিচ্ছবি।"
advertisement
advertisement
ইতিমধ্যেই মণ্ডপে রং এর কাজ শুরু হয়ে গিয়েছে। আফ্রিকার আদিবাসী মানুষজনের নানান নকশাও এবারে মণ্ডপে তুলে ধরা হবে। পাশাপাশি, আফ্রিকার আদিবাসী এলাকার জঙ্গলের একটি পরিবেশ সৃষ্টিরও প্রয়াস থাকছে এবারের থিমে। প্রায় ৩৫ জন কর্মী নিয়ে বাঁশ, বাটাম, প্লাইউড বোর্ড, চট, দড়ি, ফেলে দেওয়ার নানা বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে মণ্ডপ। কলা কল্পের পুজো কমিটির সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, "কয়েকদিনের টানা বৃষ্টিতে খুব সমস্যার মধ্যেই মণ্ডপ তৈরির কাজ চলেছে। দু-একদিন একটু ভালো আবহাওয়া পাওয়া গিয়েছে। আবারও শোনা যাচ্ছে আবহাওয়া খারাপ হবে। সেই কারণে যত দ্রুত সম্ভব মণ্ডপের কাজ শেষ করার চেষ্টা চলছে।"
advertisement
সম্পূর্ণ কোভিড বিধি নিষেধ মেনেই করা হবে পুজো। থাকবে মাস্ক। বিতরণ করা হবে স্যানিটাইজার। মণ্ডপ চত্বরে একসঙ্গে ২০ জনের বেশি দর্শনার্থীকে প্রবেশ করানো হবে না বলেও জানানো হয় পূজা কমিটির পক্ষ থেকে। কলা কল্পের সভাপতি গোকুল মন্ডল, মুখ্য উপদেষ্টা শম্ভু সাহাদের তাই এখন নাওয়া-খাওয়ারও সময় নেই। রাত দিন জেগে কমিটির অন্যান্য সদস্যরাও হাত লাগিয়েছেন প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে। পুজোর কদিন দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ সহ সামাজিক কাজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে কলা কল্প দুর্গাপূজা উৎসব কমিটি। ফলে অন্যান্য পুজোগুলির পাশাপাশি এই পুজো বিশেষ আকর্ষণের তালিকায় থাকে ক্যানিংবাসীদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 12:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: দুর্গাপুজোর এই মণ্ডপে এবার ধরা দেবে আফ্রিকার মানুষের জীবনযাপন

