মুম্বই থেকে নিজেরাই লরি ভাড়া করে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের ১২ জন শ্রমিক !
- Published by:Piya Banerjee
Last Updated:
দীর্ঘক্ষণ রাস্তার ধারে থাকার পর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
#ইসলামপুর: সরকারি সাহায্য ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫৫ হাজার টাকায় লরি ভাড়া করে বাড়ি ফিরলেন গুঞ্জরিয়ার ১২ জন পরিযায়ী শ্রমিক। কিন্তু গ্রামবাসীরা তাদের গ্রামে ঢুকতে দেননি। পঞ্চায়েতের উদ্যোগে আপাতত তাদের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে রাখা হয়েছে। সেখানেই তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দফতরকে জানানো হয় গোটা বিষয়। দীর্ঘক্ষণ রাস্তার ধারে থাকার পর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষার পর তাদের গ্রামে ঢোকার অনুমতি দেবেন বাসিন্দারা।আপাতত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হবে বলে পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রামের এই ১২ জন মুম্বাইয়ের হোটেলে রাঁধুনির কাজ করতে গিয়েছিলেন। লকডাউনের জন্য হোটেল বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন এই পরিযায়ী শ্রমিকরা। সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন নিবেদন করেও তাদের গ্রামে ফেরার ব্যবস্থা না করায় বাধ্য হয়েই তারা লরি ভাড়া করে মুম্বাই থেকে রওনা হন।আজ দুপুরে তারা গুঞ্জরিয়ায় এসে পৌঁছান। স্থানীয় পঞ্চায়েত এবং স্বাস্থ্য কর্মীদের না জানিয়ে তারা গ্রামে পৌছে যান।
advertisement
পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা না করে গ্রামে পৌঁছে যাওয়ায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীরা তাদের গ্রামে ঢুকতে বাধা দেয়। বিষয়টি পঞ্চায়েতের প্রতিনিধি জানালে উপ প্রধান সহ গ্রাম পঞ্চায়েত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। মুম্বাই থেকে আসা পরিযায়ী শ্রমিকদের তৎক্ষনাত তাদের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে নিয়ে আসেন।পঞ্চায়েতের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্থানীয় বিডিও,বি এম ও এইচ এবং ইসলামপুর থানার আই সি কে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
UTTAM PAUL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2020 11:27 PM IST