Purulia News: উগ্রপন্থী হামলায় শহিদ মানিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে ১২ কিলোমিটারের ম্যারাথন

Last Updated:

Purulia News: কাশ্মীরের জঙ্গি হানায় জীবন বলিদান দিয়েছিলেন মানিশ রঞ্জন মিশ্রা। স্বাধীনতা দিবসে তাঁকে উৎসর্গ করে হল ম্যারাথন, খুশি ঝালদাবাসি!

+
মানিশ

মানিশ রঞ্জন মিশ্রা স্মৃতিতে ম্যারাথন

ঝালদা, শর্মিষ্ঠা ব্যানার্জি: কাশ্মীরে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ঝালদার মনিশ রঞ্জন মিশ্রা। দেশের জন্য বলিদান দিয়েছিলেন তিনি। তাই তার স্মৃতির উদ্দেশ্যে ১২ কিমি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হল ঝালদায়।‌ ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নিউ বীণাপানি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শহীদ মনীশ রঞ্জন মিশ্রর স্মৃতিতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ছেলেদের জন্য ১২ কিমি তুলিন সুবর্ণরেখা নদী থেকে ঝালদা মেরি আপকার ময়দান পর্যন্ত এবং মহিলাদের জন্য ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে ঝালদা মেরি আপকার ময়দান পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হয়।
এই  ম্যারাথনে শুধু জেলা নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা অংশ নেন। পুরুষদের বিভাগে কোটশিলা থানার মোহনপুর গ্রামের প্রভাত গড়াই প্রথম স্থান অধিকার করেন। তিনি মাত্র ৩৬ মিনিটে ১২ কিমি ম্যারাথন দৌড় সম্পূর্ণ করেন। মহিলাদের বিভাগে প্রথম হন জয়পুরের জবারানি মাহাতো। এ বিষয়ে কোচ রামকৃষ্ণ মাহাতো বলেন, ঝালদার মত প্রত্যন্ত এলাকায় এই ধরনের ম্যারাথনের আয়োজন প্রশংসনীয়। এর ফলে আরও যুবক-যুবতীরা মাঠমুখী হবে। তাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে।
advertisement
এ বিষয়ে উদ্যোক্তা মুকেশ ভগত জানান, মনিশ রঞ্জন মিশ্রা স্মৃতির উদ্দেশ্যে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল তা খুবই ভালভাবে সম্পন্ন হয়। সকল অংশগ্রহণকারী নিজেদের লক্ষ্যপূরণ করেছেন। আগামীদিনে এই অনুষ্ঠান আরও বড় আকারে করা হবে। এ বিষয়ে ম্যারাথনের প্রথম স্থানাধিকারী প্রভাত গড়াই বলেন , এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার খুবই ভাল লাগছে। আগামী দিনও যাতে এই ধরনের প্রতিযোগিতা করা হয় সেই আশাই রাখছেন তিনি। ‌
advertisement
advertisement
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝালদার পুলিশ প্রশাসন ও এলাকাবাসীদের যথেষ্টই সহযোগিতা মিলেছে। শহীদ মনিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে হওয়া এই ম্যারাথনের উদ্যোগে খুশি ঝালদাবাসি। আগামি দিনে আরও বড় আকারে নেওয়া হতে পারে এই উদ্যোগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: উগ্রপন্থী হামলায় শহিদ মানিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে ১২ কিলোমিটারের ম্যারাথন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement