Purulia News: উগ্রপন্থী হামলায় শহিদ মানিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে ১২ কিলোমিটারের ম্যারাথন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: কাশ্মীরের জঙ্গি হানায় জীবন বলিদান দিয়েছিলেন মানিশ রঞ্জন মিশ্রা। স্বাধীনতা দিবসে তাঁকে উৎসর্গ করে হল ম্যারাথন, খুশি ঝালদাবাসি!
ঝালদা, শর্মিষ্ঠা ব্যানার্জি: কাশ্মীরে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ঝালদার মনিশ রঞ্জন মিশ্রা। দেশের জন্য বলিদান দিয়েছিলেন তিনি। তাই তার স্মৃতির উদ্দেশ্যে ১২ কিমি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হল ঝালদায়। ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নিউ বীণাপানি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শহীদ মনীশ রঞ্জন মিশ্রর স্মৃতিতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ছেলেদের জন্য ১২ কিমি তুলিন সুবর্ণরেখা নদী থেকে ঝালদা মেরি আপকার ময়দান পর্যন্ত এবং মহিলাদের জন্য ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে ঝালদা মেরি আপকার ময়দান পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হয়।
এই ম্যারাথনে শুধু জেলা নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা অংশ নেন। পুরুষদের বিভাগে কোটশিলা থানার মোহনপুর গ্রামের প্রভাত গড়াই প্রথম স্থান অধিকার করেন। তিনি মাত্র ৩৬ মিনিটে ১২ কিমি ম্যারাথন দৌড় সম্পূর্ণ করেন। মহিলাদের বিভাগে প্রথম হন জয়পুরের জবারানি মাহাতো। এ বিষয়ে কোচ রামকৃষ্ণ মাহাতো বলেন, ঝালদার মত প্রত্যন্ত এলাকায় এই ধরনের ম্যারাথনের আয়োজন প্রশংসনীয়। এর ফলে আরও যুবক-যুবতীরা মাঠমুখী হবে। তাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে।
advertisement
এ বিষয়ে উদ্যোক্তা মুকেশ ভগত জানান, মনিশ রঞ্জন মিশ্রা স্মৃতির উদ্দেশ্যে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল তা খুবই ভালভাবে সম্পন্ন হয়। সকল অংশগ্রহণকারী নিজেদের লক্ষ্যপূরণ করেছেন। আগামীদিনে এই অনুষ্ঠান আরও বড় আকারে করা হবে। এ বিষয়ে ম্যারাথনের প্রথম স্থানাধিকারী প্রভাত গড়াই বলেন , এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার খুবই ভাল লাগছে। আগামী দিনও যাতে এই ধরনের প্রতিযোগিতা করা হয় সেই আশাই রাখছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে বিশেষ উদ্যোগ SFI-এর, ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাল সৃজনরা
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝালদার পুলিশ প্রশাসন ও এলাকাবাসীদের যথেষ্টই সহযোগিতা মিলেছে। শহীদ মনিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে হওয়া এই ম্যারাথনের উদ্যোগে খুশি ঝালদাবাসি। আগামি দিনে আরও বড় আকারে নেওয়া হতে পারে এই উদ্যোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: উগ্রপন্থী হামলায় শহিদ মানিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে ১২ কিলোমিটারের ম্যারাথন
