Hooghly News: ৪০ জনে শুরু, রাজ্যজুড়ে ছড়িয়েছে নামডাক! শতবর্ষে উদযাপনেও আজ এই স্কুল চিন্তা বাড়াচ্ছে প্রধান শিক্ষিকা থেকে অভিভাবকদের

Last Updated:

শতবর্ষ উদযাপনেও চিন্তা প্রধান শিক্ষিকা থেকে অভিভাবকদের

+
১০০

১০০ বছর উপলক্ষে স্কুল সাজাচ্ছে ছাত্রীরা

হুগলি: ১০০ বছর আগে শুরু হয়েছিল পথচলা। চন্দননগরে নারী শিক্ষার প্রসারে মাত্র ৪০ জন ছাত্রী নিয়ে গড়ে উঠেছিল স্কুল। ভোলানাথ দাসের বাড়িতে সেই স্কুল শুরু চলত। তৎকালীন চন্দননগরের বিশিষ্ট ব্যবসায়ী হরিহর শেঠ সহ চন্দননগরের নাগরিকদের উদ্যোগে নারী শিক্ষার জন্য তৈরি হয় এই স্কুল। তৎকালীন ফরাসী ভাইসরয়ের স্ত্রী মাদাম জুভান দানপত্র করে দেন স্কুলের জমি। রাধিকালাল রক্ষিতের জমিতে গড়ে ওঠে লালবাগান বালিকা বিদ্যালয়।
১৯২৬ সালে পয়লা বৈশাখ যার সূচনা হয়েছিল। সময়ের কালে অনেক ছাত্রী এই স্কুল থেকে পাশ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। খেলাধূলাতেও পারদর্শিতা দেখিয়েছেন। নারী শিক্ষায় লালবাগান বালিকা বিদ্যালয় তার কাজ করে চলেছে। আর সেই কাজ যারা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তারা হলেন এই স্কুলের শিক্ষিকারা।
ভাল শিক্ষকের হাতে পড়লে গাধাও মানুষ হয় এমনই প্রবাদ আছে।
advertisement
advertisement
তাই স্কুলের শতবর্ষে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তখন সবার আগে দেখা যায় স্কুলের প্রাক্তন শিক্ষিকাদের ছবি। যারা তাদের কাজ করে গেছেন। তবে শিক্ষক-শিক্ষিকাদের কথা উঠলেও বর্তমান পরিস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষিকা থেকে ছাত্র ও অভিভাবকরা সকলেই চিন্তিত। কারণ স্কুলের বিজ্ঞান বিভাগের বেশিরভাগ শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনও স্কুলে আসেননি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি জানান, তৎকালীন ফরাসি সময়ে তৈরি হয় এই স্কুল। স্কুলের শুধুমাত্র পড়াশোনা নয়, মেয়েদেরকে খেলাধুলার প্রতিও উৎসাহ করে আসছে স্কুল। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রায়শই ভাল ফল করেছে স্কুলের মেয়েরা। প্রথম দশের মধ্যে থেকে স্থান অর্জন ও করেছে তারা। আজ স্কুলের ১০০ বছরে স্কুল অঙ্গীকারবদ্ধ আগামী দিনে সমাজের বুকে আরও শিক্ষিত উন্নত করে ছাত্রীদের তৈরি করার জন্য।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ৪০ জনে শুরু, রাজ্যজুড়ে ছড়িয়েছে নামডাক! শতবর্ষে উদযাপনেও আজ এই স্কুল চিন্তা বাড়াচ্ছে প্রধান শিক্ষিকা থেকে অভিভাবকদের
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement