হাসপাতাল চত্বরেই ব্যক্তির বুকে ধাক্কা মারল বেপরোয়া বাইক, বর্ধমান মেডিক্যালে মৃত ১

Last Updated:

রাধারানি ওয়ার্ডের সামনে তিনি সিঁড়িতে বসে অপেক্ষা করছিলেন ব্যক্তি সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে সরাসরি তাঁর বুকে ধাক্কা মারে।

#বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা বাড়ানো হবে, এমনটাই আশ্বাস দিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আত্মীয়ের মরদেহ নিতে এসে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতর বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মৃত এক ব্যক্তি। ভয়াবহ এই ঘটনায় বর্ধমান মেডিক্যালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করে। সেখানেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাতক মোটর সাইকেলের চালক ও বাইকটিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। কী কারণে হাসপাতালের ভিতর এত দ্রুত মোটর সাইকেল চালানো হয়েছিল? তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দুর্গাচরণ মাণ্ডি(৪৮), বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের এলাকায়। তিনি রায়নার পূর্ব মুসলিম পাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতেই ছিলেন। সেখান থেকেই সোমবার বর্ধমান হাসপাতালে ভর্তি থাকা তাঁর আত্মীয় সুকুমার মাঝির মরদেহ নিতে গ্রামের আরও কিছু বাসিন্দার সঙ্গে হাসপাতালে এসেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুকুমার মাঝি প্রায় ২০দিন ধরে মস্তিষ্কে সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকেলে তিনি মারা যান। তাঁরই দেহ নিয়ে যাওয়ার জন্য দুর্গাচরণ মাণ্ডি হাসপাতালে এসেছিলেন।
advertisement
রাধারানি ওয়ার্ডের সামনে তিনি সিঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে সরাসরি তাঁর বুকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর হাসপাতালে যান-চলাচলে শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।
advertisement
SARADINDU GHOSH
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতাল চত্বরেই ব্যক্তির বুকে ধাক্কা মারল বেপরোয়া বাইক, বর্ধমান মেডিক্যালে মৃত ১
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement