Martyr Kanailal Bhattacharya: নিজের আত্মবলিদানের সঙ্গে বাঁচিয়ে ছিলেন সুহৃদ বিপ্লবীকে, জানুন কানাইলালের কাহিনী
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
জয়নগর মজিলপুরে বহু বিপ্লবী জন্ম গ্রহন করেছিলেন। তাঁরা দেশকে স্বাধীন করার জন্য নিঃস্বার্থ ভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে গেছেন। তাঁদেরই এক জন হলেন বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্য।
জয়নগর : জয়নগর মজিলপুর বহু বিপ্লবীর জন্মস্থান। যারা স্বাধীনতার ইতিহাসে নিজের জীবন বিসর্জন দিয়ে গেছেন দেশকে স্বাধীন করার জন্য, সেরকমই এক জন বিপ্লবী ছিলেন বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্য। তিনি ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। খুব অল্প বয়সেই স্বাধীনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন৷ তাঁর আত্মবলিদানের স্মরণে পরবর্তীকালে আলিপুর বেকার রোডের নাম বদলে রাখা হয় বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড।
পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর-মজিলপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামও এই বীর শহিদের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও ব্রোঞ্জের একটি আবক্ষমূর্তি মজিলপুর দত্ত বাজারে স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন ঃ আত্মরক্ষার পাঠ থেকে আন্তর্জাতিক পদক জয় জেলার ছেলে-মেয়েদের
ইতিহাসের পাতা থেকে জানা যায়, রাইটার্স বিল্ডিং-এর অলিন্দ যুদ্ধের অন্যতম নায়ক বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসীর আদেশ যিনি দিয়েছিলেন, সেই বিচারক গার্লিককে ১৯৩১ সালের ২৭ই জুলাই আলিপুর কোর্টের মধ্যে কর্মরত অবস্থায় হত্যা করে শাস্তি দিয়েছিলেন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
advertisement
advertisement
হত্যার পর তিনি পটাসিয়াম সায়ানাইড খেয়ে কোর্টের মধ্যেই আত্মহত্যা করেন। তাঁর পকেটে পেডি হত্যার নায়ক মেদিনীপুরের বিপ্লবী বিমল দাশগুপ্তের নামাঙ্কিত চিরকুট রাখা ছিল। এই চিরকুট লিখে তিনি পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকা বিপ্লবী বিমল দাশগুপ্তকে প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন।
আরও পড়ুন ঃ নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ে সিসিটিভি লাগালো কলকাতা পুলিশ
অর্থাৎ একজন শহীদ মৃত্যু বরণ করছেন, কিন্তু তার কোন প্রচার না চেয়ে অন্য এক বিপ্লবীকে বাঁচাতে চাইছেন। আত্মত্যাগের এ এক অপূর্ব নিদর্শন। স্বাধীনতা সংগ্রামে আপসহীন ধারার বহু বিপ্লবীর এমন আত্মবলীদানের ইতিহাস আছে যা আমাদের প্রেরণা যোগায়। তেমন একজন বিপ্লবী ছিলেন কানাইলাল ভট্টাচার্য।
advertisement
তাঁকে মনে রেখেই প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ই আগস্ট, জয়নগর মজিলপুর দওবাজারে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মূর্তির পাদদেশে মাল্যদান করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার বহু মানুষ। বিপ্লবীর জীবনের ইতিহাস তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে মধ্য দিয়ে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 8:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Martyr Kanailal Bhattacharya: নিজের আত্মবলিদানের সঙ্গে বাঁচিয়ে ছিলেন সুহৃদ বিপ্লবীকে, জানুন কানাইলালের কাহিনী