South 24 Parganas News : নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ে সিসিটিভি লাগালো কলকাতা পুলিশ
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
কলকাতা পুলিশ ভাঙড় অধিগ্রহণ করার আগেই সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে এলাকা। মূলত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ের বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি লাগাচ্ছে কলকাতা পুলিশ।
ভাঙ্গর : নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ে সিসিটিভি লাগালো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ ভাঙড় অধিগ্রহণ করার আগেই সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে এলাকা। মূলত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ের বিভিন্ন মোড়ে সিসিটিভি লাগাচ্ছে কলকাতা পুলিশ। তা লালবাজার থেকে মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত ভোট ঘিরে অগ্নিগর্ভের চেহারা নিয়েছিল ভাঙড়। গুলি বোমার শব্দে কেঁপে উঠেছিল ভাঙড়ের মাটি। লাগাতার অশান্তির জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তরভুক্তির নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত কলকাতা পুলিশ ভাঙড় অধিগ্রহণ করতে তৎপর হয়।
আরও পড়ুন ঃ ভোট হিংসার বলি আরও এক, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু তৃণমূল সমর্থকের
জেলা পুলিশ থেকে কলকাতা পুলিশে স্থানান্তরিত করতে ভাঙড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে ভাঙড়ে ৯টি থানা তৈরি করার তোড়জোড় শুরু করেছে কলকাতা পুলিশ। মূলত ভাঙড়ের শান্তি ফেরাতে বাড়তি নজরদারিতে জোর দিয়েছে কলকাতা পুলিশ।
advertisement
advertisement
ভাঙড়ে আর যাতে অশান্তি না হয় তার জন্য একাধিক থানা তৈরি থেকে এবার সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে ভাঙড়কে। কলকাতা পুলিশের এই সিসিটিভি লালবাজার থেকে মনিটরিং করা যাবে বলে জানা গিয়েছে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ে সিসিটিভি লাগালো কলকাতা পুলিশ