South 24 Parganas News: বর্ষার সময় নিজেদের তৈরি মাটির অ্যাপ্রোচ রোড ঘিরে আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

জমি জটের সমস্যায় সেতুর অ্যাপ্রচ রোড তৈরির কাজ থমকে গিয়েছিল। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে মাটি ফেলে অস্থায়ী অ্যাপ্রোচ রোড তৈরি করেন। কিন্তু বর্ষা আসতেই সেই অ্যাপ্রোচ রোডকে কেন্দ্র করে দুর্ঘটনার আশঙ্কা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: নলগোড়ায় তৈরি হয়েছে নতুন সেতু। কিন্তু আশ্চর্যজনকভাবে সেতু প্রস্তুতকারী সংস্থা আ্যপ্রোচ রোড তৈরি করেনি। ফলে সেতু তৈরি হলেও তা বেশ কিছুদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। শেষে গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে টাকা খরচ করে মাটি ফেলে অস্থায়ী আ্যপ্রোচ রোড তৈরি করে। কিন্তু বর্ষা আসতেই সেই মাটির অ্যাপ্রোচ রোডকে ঘিরে বাড়ছে আশঙ্কা। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা গ্রামবাসীদের।
জয়নগর-২ ব্লকের নলগোড়া ও রায়দিঘির ২৩ নম্বর লাটের বাড়িভাঙা গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলছে মণি নদী। একসময় দুই গ্রামের বাসিন্দারা নৌকায় করে যাতায়াত করতেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ২০১৫ সালে মণি নদীর উপর আধ কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাতে খুশি হয়েছিলেন গ্রামবাসীরা। প্রায় ২ বছর পর সেই সেতু তৈরির কাজ শেষ হয়। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই সেতু তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা। নতুন সেতুকে ঘিরে আশায় বুক বাঁধতে থাকে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই সেতুটির নলগোড়ার দিকে আ্যপ্রোচ রোড তৈরির কাজ শেষ হয়।
advertisement
advertisement
কিন্তু সমস্যা দেখা দেয় বাড়িভাঙার দিকে। সেখানে জমিজটে আটকে যায় আ্যপ্রোচ রোড তৈরির কাজ। এদিকে ততদিনে সেতু তৈরি হয়ে যাওয়ায় নদীতে নৌকার সংখ্যাও কমে গিয়েছে। ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে মাটি ফেলে বাড়িভাঙার দিকে আ্যপ্রোচ রোড তৈরি করেন।
advertisement
কিন্তু সেই আ্যপ্রোচ রোড পরিকল্পনামাফিক না হওয়ায় সেটি বেশ খাড়াই হয়। এর ফলে গাড়ি নিয়ে সেতুতে উঠতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। নলগোড়াতে নবনির্মিত সেতুর আ্যপ্রোচ রোড এভাবে যে বিপদ ডেকে আনবে তা ভাবতে পারেননি কেউই। সম্প্রতি জমিজটের সমস্যা মিটেছে বলে খবর। এরপরই গ্রামের মানুষ প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী অ্যাপ্রচরণ তৈরির দাবি জানিয়েছে। বিশেষ করে বর্ষার সময় এই মাটির অ্যাপ্রচ রোড আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। যদিও পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলায় এক্ষুণি যে কিছু হ‌ওয়ার নয় তা জানেন গ্রামের অনেকেই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বর্ষার সময় নিজেদের তৈরি মাটির অ্যাপ্রোচ রোড ঘিরে আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement