South 24 Parganas News: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ! আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী

Last Updated:

ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ২৪ জন বাংলাদেশী মৎস্যজীবী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে‌।

আটক বাংলাদেশিদের উপকূলে নিয়ে আসা হচ্ছে 
আটক বাংলাদেশিদের উপকূলে নিয়ে আসা হচ্ছে 
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে‌।
ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়েছে। আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আটক হওয়া ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে।
advertisement
advertisement
বর্তমানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ধৃত ২৪ জন বাংলাদেশী মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে।
advertisement
তবে আটক হওয়া বাংলাদেশী মৎস্যজীবীদের দাবি তাদের ইঞ্জিন বিকল হয়ে গিয়ে স্রোতের টানে তারা ভারতীয় জলসীমায় চলে এসেছে। যে সময় ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল সেই সময় সাহায্যের আবেদন জানালেও আশেপাশে থাকা কোনও বাংলাদেশি ট্রলার এগিয়ে আসেনি।
আটক মৎস্যজীবীদের অধিকাংশজনের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে। তারা মাছ ধরার জন্য সাগরে এসেছিল বলে জানা গিয়েছে। তবে পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করবে তাদের। ধৃত মৎস্যজীবীদের অন্য কোনও উদ্যেশ্য ছিল কিনা তাও দেখা হবে।
advertisement
এই বছরে বাংলাদেশী জলসীমা অতিক্রম করার অভিযোগে একাধিক ভারতীয় ট্রলারকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। সেক্ষেত্রে ইঞ্জিন খারাপ হওয়ার মত ঘটনা ছিল। তারপরেও বাংলাদেশী নৌ বাহিনী তাদের মারধর করে বলে অভিযোগ ছিল। তবে এবার এই বাংলাদেশীরা ধরা পড়ায় ইঞ্জিন বিকলের গল্প তোলা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ! আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement