Kali Puja 2022: উপকরণ পাটকাঠি থেকে তালপাতা, কালীপুজোর মণ্ডপে এ বার আদিবাসীদের গ্রাম

Last Updated:

Kali Puja 2022: দক্ষিণ বারাসাতে ইয়ং ব্লাড এর পরিচালনায় ৫০ তম বর্ষ শ্যামা পুজোর আয়োজনে মেতেছে। এবছর তাদের ভাবনা আদিবাসী দের জীবনযাত্রা আদলে গ্রাম্য পরিবেশ।

+
এভাবেই

এভাবেই সাজানো হচ্ছে মন্ডপ

সুমন সাহা, জয়নগর: দক্ষিণ ২৪ পরগনা জেলা জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে ইয়ং ব্লাড এর পরিচালনায় ৫০ তম বর্ষ শ্যামা পুজোর আয়োজনে মেতেছে। এবছর তাদের ভাবনা আদিবাসী দের জীবনযাত্রার আদলে গ্রাম্য পরিবেশ। এই মণ্ডপজুড়ে ব্যবহার করা হয়েছে টোল, পাটকাঠি , লিলি ফুল , ক্যারেলা, ইউপি ঘাস, তালপাতা  এবং বিভিন্ন পাহাড়ি গাছের ফল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্ডপটি। তাদের এ বছরের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা কাছাকাছি বলে দাবি করেছেন ক্লাবের সদস্যরা। থিমের মানানসই করে তৈরি করা হয়েছে প্রতিমা। পাশাপাশি থাকছে দক্ষিণ বারাসাত জুড়ে আলোক শয্যায় মুড়ে ফেলেছে পুরো এলাকা। আগামী ২২ তারিখ এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে। তার আগে শেষ মুহূর্তের জোর কদমে চলছে প্রস্তুতি। টানা তিন মাস ধরে চলছে মণ্ডপ সাজানো কাজ।
আরও পড়ুন :  কালীপুজোয় ডিজে-তাণ্ডব রুখতে কড়া পুলিশ প্রশাসন
এ ব্যাপারে মণ্ডপের থিম ভাবনায় যিনি ভেবেছেন সেই বাপি হালদার  জানিয়েছেন, " এই মণ্ডপটি আদিবাসীদের জীবন যাপন কেমন ভাবে করে, তারা কি কি ব্যবহার করে তাদের বাসস্থান তৈরি করে, সেই বাসস্থানের মধ্যে প্রাকৃতিকের সমস্ত উৎপাদনকারী ফুল ফল এবং বিভিন্ন ধরনের গাছের শিকর ও ঘাস এবং যে জিনিস সচরাচর মানুষের চোখে আসে না। সেই সমস্ত জিনিস নিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। পরিশোধিত হয়েছে।"
advertisement
পাশাপাশি ইয়ং ব্লাডের সেক্রেটারি তাপস বিশ্বাস জানান " আমাদের এবছর ইয়ং ব্লাডে ৫০ তম বর্ষে এ বছরের ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া আদিবাসীদের জীবনযাত্রা সেটিকে তুলে ধরা হয়েছে আমাদের মণ্ডপের মধ্য দিয়ে।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Kali Puja 2022: উপকরণ পাটকাঠি থেকে তালপাতা, কালীপুজোর মণ্ডপে এ বার আদিবাসীদের গ্রাম
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement