South 24 Parganas News: কর্নাটকে বাস দুর্ঘটনায় আহত বাংলার ২৫ পর্যটক
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পুজোর ছুটিতে কর্নাটকে ঘুরতে গিয়ে বিপদের মুখে বাংলার পর্যটকরা, বাস দুর্ঘটনায় আহত ২৫ জন
দক্ষিণ ২৪ পরগনা: কর্ণাটকে বাস দুর্ঘটনায় আহত হলেন বাংলার ২৫ জন পর্যটক। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পর্যটকরা আহতের তালিকায় আছেন। আহতদের সিমস হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনাগ্রস্থদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে জেলা ও রাজ্য প্রশাসন।
সূত্রের খবর, ৭২ জন যাত্রী নিয়ে উটি থেকে মাইসুরুর দিকে আসছিল একটি পর্যটক বোঝাই বাস। বন্দিপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝা ওই বাসটি। রাস্তার বাঁকের মুখে এই দুর্ঘটনা ঘটে। এতে রাজ্য থেকে যাওয়া ২৫ জন পর্যটক আহত হন। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের সেখানেই চিকিৎসা চলছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত পর্যটক দলটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
advertisement
advertisement
যাত্রীদের মধ্যে থাকা জেলার পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বাকি জেলার পর্যটকদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আহত যাত্রীরা ছাড়া বাকি পর্যটকদের গুন্ডুলুপেতের বি আর আম্বেদকর ভবনে রাখা হয়েছে। প্রত্যেকের ঠিকানা খুঁজে বাড়ি পাঠানোর কাজ করছে হ্যাম রেডিও। বর্তমানে তাঁদের সেখানেই থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছে প্রশাসন। আহতদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে সেখানে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 25, 2023 4:30 PM IST










