Lakshmi Puja Preparation: উমা কৈলাসের পথ ধরতেই লক্ষ্মীপুজোর তোরজোড় শুরু, কুমোরটুলিতে দিনরাত ব্যস্ততা

Last Updated:

দুর্গাপুজো মিটতে না মিটতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু, প্রতিমা তৈরির জন্য চরম ব্যস্ত মৃৎশিল্পীরা

+
প্রতিমা

প্রতিমা তৈরি

উত্তর দিনাজপুর: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো নিয়ে উন্মাদনা শেষ। এখনও বহু বারোয়ারিতে প্রতিমা থাকলেও অফিস-কাছারি খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই সেই উন্মাদনা আর থাকবে না। এবার অপেক্ষা লক্ষ্মীপুজোর। আর দুটো দিন পরই ধনলক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। এখন চলছে তারই প্রস্তুতি, দেবী লক্ষ্মীর প্রতিমা তৈরিতে ব্যস্ত পটুয়ারা।
আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয়। ইতিমধ্যেই মৃৎশিল্পীরা ধন দেবীকে সাজিয়ে তুলতে জোরকদমে ব্যস্ত হয়ে পড়েছেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের টেরাকোটা গ্রামের শিল্পিরা এখন ব্যস্ত লক্ষ্মী প্রতিমা তৈরিতে। আর চারদিন বাদে অর্থাৎ রবিবার লক্ষ্মীপুজো। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত তাঁরা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হয়েছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রং করা ও অলঙ্কার পরানোর কাজ।
advertisement
advertisement
মৃৎশিল্পী ঝর্না পাল বলেন, দুর্গাপুজোতে সমস্ত অফিস-কাছারি বন্ধ থাকলেও আমাদের ছুটি নেই। দুর্গাপুজোর ক’দিন পরই লক্ষ্মীপুজো হ‌ওয়ায় বিশ্রাম নেওয়ার সময় মেলে না। তাই দুর্গাপুজো থেকেই দিনরাত লক্ষ্মী প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায়। তবে এই বছর খাটুনি অনুপাতে তেমন দাম মিলছে না বলে জানিয়েছেন এই প্রতিমা শিল্পী। কাঁচামালের দাম বাড়ায় সমস্যা আরও বেড়েছে।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Lakshmi Puja Preparation: উমা কৈলাসের পথ ধরতেই লক্ষ্মীপুজোর তোরজোড় শুরু, কুমোরটুলিতে দিনরাত ব্যস্ততা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement