Tourist Spot: মনোরম জায়গা হয়ে উঠেছে কাশীনগরের সৎসঙ্গ বিহার, ঘুরে আসুন আপনিও
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Tourist Spot: মনোরম জায়গা হিসাবে গড়ে উঠেছে কাশীনগরের সৎসঙ্গ বিহার। সুন্দর এই জায়গায় গড়ে উঠেছে শ্রীমন্দির, আচার্য ভবন ও গেস্ট হাউস। সেগুলি দেখার জন্য ঘুরে আসতেই পারেন আপনিও।
রায়দিঘি: মনোরম জায়গা হিসাবে গড়ে উঠেছে কাশীনগরের সৎসঙ্গ বিহার। সুন্দর এই জায়গায় গড়ে উঠেছে শ্রীমন্দির, আচার্য ভবন ও গেস্ট হাউস। সেগুলি দেখার জন্য ঘুরে আসতেই পারেন আপনিও।
আরও পড়ুনঃ ২৫ মার্চ দোল! তা হলে হোলি কবে! ক’টা ছুটি পাবেন, কতগুলো দিন কাটবে আরামে? জেনে নিন
কাশীনগর চক্রতীর্থ শশ্মাণের পাশে একসময় এসেছিলেন অনুকুল ঠাকুর। সেজন্য তাঁর ভক্তবৃন্দরা বানিয়েছেন এই সৎসঙ্গ বিহার। এই পূণ্যভূমিতে গড়ে উঠেছে শ্বেতশুভ্র শ্বেতপাথরের অপরূপ মন্দির। সাম্প্রতিক সময়ে নির্মিত এই মন্দিরটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
বছরের একটি নির্দিষ্ট দিনে লক্ষ লক্ষ পূণ্যার্থী এখানে আসেন। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। আপনি চাইলেই আসতে পারেন এই মন্দিরে। তবে এখানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।
advertisement
এই মন্দিরটি আদিগঙ্গার পাড়ে অবস্থিত। এই আদিগঙ্গার পাড়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নয়, এসেছিলেন আরও অনেক মুনি, ঋষি। সেকারণে এই স্থান পবিত্র একটি স্থান। আপনি চাইলে একদিনের জন্য আসতেই পারেন এই স্থানে।
advertisement
ছবির মত সুন্দর এই স্থান দেখে মুগ্ধ হবেন আপনিও। আপনি চাইলে গেস্ট হাউসে রাত্রি যাপন করতে পারেন। তবে আর দেরী কিসের ঘুরে আসুন কাশীনগরের এই সৎসঙ্গ বিহারে।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 11:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Tourist Spot: মনোরম জায়গা হয়ে উঠেছে কাশীনগরের সৎসঙ্গ বিহার, ঘুরে আসুন আপনিও