South 24 Parganas News: সুন্দরবনের টন টন কাঠ যাচ্ছে কোথাও, দেখুন ভিডিও
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: গাড়িতে ভর্তি হচ্ছে টন টন কাঠ। হন্যে হয়ে পুলিশ ঘুরছে চারিদিকে। যেখানে সেখানে হচ্ছে তল্লাশি। এ যেনো কোনও সিনেমার দৃশ্য।
দক্ষিণ ২৪ পরগনা: গাড়িতে ভর্তি হচ্ছে টন টন কাঠ। হন্যে হয়ে পুলিশ ঘুরছে চারিদিকে। যেখানে সেখানে পড়ছে রেইড। এ যেন কোনও সিনেমার দৃশ্য। আসলে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে হচ্ছে কি। খোঁজ নিয়ে জানা গেল, দক্ষিণ ২৪ পরগনায় বনদফতরের রেড চলছে। অবৈধ কাঠ পাচার এবং স-মিলের বিরুদ্ধে। গত তিন দিন ধরে ৩৫টি স-মিলে তল্লাশি করা হয়েছে।
বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে কাঠ। রামগঙ্গা, ঢোলাহাট, পাথরপ্রতিমা, নিশ্চিন্তপুর, কাকদ্বীপেও করা হয়েছে তল্লাশি। হাইকোর্টের নির্দেশে এই কাজ করা হয়েছে।
advertisement
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে মোট ১১৬টির মতো কাঠ চেরাই মেশিন আছে। এই মেশিনগুলিতে জঙ্গলের বেশকিছু কাঠ চেরাই করা হচ্ছে বলে অভিযোগ আসে বনদফতরের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগণার বনদফতরের অতিরিক্ত জেলা বন আধিকারিকের (এ ডি এফ ও) নেতৃত্বে বিশাল টিম অভিযান চালায়। অভিযান চালিয়ে সিল করে দেন ১৪টি মিল।
advertisement
উল্লেখ্য গত বছরও একাধিক স-মিলে অভিযান চালিয়েছিল বন দফতর। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। অবৈধ কাঠ চেরাই মেশিনগুলির বিরুদ্ধে আগামীতেও অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে বনদফতরের পক্ষ থেকে। স-মিল চালাতে হলে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের টন টন কাঠ যাচ্ছে কোথাও, দেখুন ভিডিও