South 24 Parganas News: এটা কার পায়ের ছাপ? রাত হতেই বাড়ছে আতঙ্ক! ভয়ে কাটা কুলতলির গ্রামবাসী
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপিট উপকূল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায়।
কুলতলি: শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপিট উপকূল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে।ঘটনার খবর পেয়ে মৈপীঠ কোস্টাল থানার পুলিশকে খবর দিলে ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসেন। গ্রামে বাঘের উপস্থিতি নিশ্চিত হতেই বন দফতরকে খবর দেয় পুলিশ। পরে স্থানীয় নলগড়া বীট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকে ও পুলিশ প্রশাসনকে। এই ঘটনার খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় বন বিভাগের কর্মীরা। ইতিমধ্যেই বন কর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। গ্রামবাসীরা লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জঙ্গল লাগলো এলাকায় জাল লাগিয়ে এলাকাটি সুরক্ষিত করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
advertisement
স্থানীয় এক বাসিন্দা মঙ্গল সামন্ত তিনি বলেন, শীতের মরশুমে সাধারণত জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে বাঘ। ভুবনেশ্বরী নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে আমরা বাঘ খুঁজতে জঙ্গলে যাচ্ছি। বন কর্মীরাও আমাদের সঙ্গে রয়েছে। জাল পাতার পাশাপাশি খাঁচা পাতারও কাজ চালানো হবে। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বনদফতরে মুখ্য আধিকারিক (ডি এফ ও )মিলন মন্ডল জানান, লোকালে বাঘ ঢোকার খবর পেয়ে ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং বাঘের পায়ের ছাপটি অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি লোকালয়ে রয়েছে নাকি জঙ্গলের মধ্যে পুনরায় ঢুকে গিয়েছে।
advertisement
জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রয়োজনে ওই জঙ্গলে পাতা হবে খাঁচা। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। গ্রামবাসীদের ভয়ের কোনও কারণ নেই, বনদফতরের কর্মীরা ওই এলাকায় বাঘ খোঁজার কাজ চালাচ্ছে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 4:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এটা কার পায়ের ছাপ? রাত হতেই বাড়ছে আতঙ্ক! ভয়ে কাটা কুলতলির গ্রামবাসী