South 24 Parganas News: বেডের অভাব আতঙ্ক বাড়াচ্ছে! জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মাসে প্রায় হাজার শিশু

Last Updated:

South 24 Parganas News: কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শিশুদের জন্য রয়েছে ৪৮টি বেড। যদিও সেই বেডে ৭০-এর বেশি সংখ্যক শিশু ভর্তি হচ্ছে। মাসে সেই সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১০০০-এর কাছাকাছি।

+
কাকদ্বীপ

কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

কাকদ্বীপ: কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বরের সঙ্গে মাঝে মধ্যেই শ্বাসকষ্ট ও সর্দি-কাশির সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে অনেক শিশুই। গত কয়েক সপ্তাহে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে।
সমগ্র দেশে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যের কোভিড হাসপাতালগুলি চিহ্নিত করে প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দিন দিন জ্বর, সর্দি-‌কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শিশুদের ভিড় বাড়ছে। বেশিরভাগ শিশু অ্যাডিনো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। ফলে আতঙ্ক বাড়ছে।
advertisement
advertisement
হাসপাতালের শিশু বিভাগের বেডের তুলনায় দ্বিগুণ শিশুকে ভর্তি রাখতে হচ্ছে। গত এক মাসের বেশি সময় ধরে বেড়েছে এই ভর্তির হার। বেডের সংখ্যা বাড়াতে অন্য ওয়ার্ডেও ভর্তি রাখতে হচ্ছে শিশুদের।
advertisement
স্থান সঙ্কুলানের পাশাপাশি উপযুক্ত পরিকাঠামো না থাকায় রেফার করতে হচ্ছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ বা কলকাতার হাসপাতালে। এ নিয়ে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিশ্বাস বেড অপ্রতুলতার কথা স্বীকার করে নিয়েছেন। কম সংখ্যায় হলেও রেফার করতে হচ্ছে বলে জানান তিনি। তবে মৃত্যু সংখ্যা খুব কম বলে জানিয়েছেন।
advertisement
কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শিশুদের জন্য রয়েছে ৪৮টি বেড। যদিও সেই বেডে ৭০-এর বেশি সংখ্যক শিশু ভর্তি হচ্ছে। মাসে সেই সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১০০০-এর কাছাকাছি। অনেককে আবার দিতে হচ্ছে অক্সিজেন। এই পরিস্থিতি চলতে থাকলে আগামীতে ভয়াবহ দিন আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
নবাব মল্লিক‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেডের অভাব আতঙ্ক বাড়াচ্ছে! জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মাসে প্রায় হাজার শিশু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement