South 24 Parganas News: জোশীমঠের পরিণতি হতে চলেছে সুন্দরবনের? পাথরপ্রতিমায় রাস্তা ধসের পরই তীব্র আতঙ্ক
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
উত্তরাখণ্ডের জোশীমঠের মত সুন্দরবনও কি ধীরে ধীরে ধসের কবলে পড়ে তলিয়ে যাবে? একের পর এক রাস্তায় ধস নামতে শুরু করায় সুন্দরবনবাসীর মনে তীব্র হয়েছে আতঙ্ক
দক্ষিণ ২৪ পরগনা: অদূর ভবিষ্যতে উত্তরাখণ্ডের জোশীমঠের পরিণতি হবে কি সুন্দরবনের? ভবিষ্যতে ধসের কবলে পড়ে পৃথিবীর এই জীববৈচিত্রের ভাণ্ডারের অস্তিত্বই কি বিপন্ন হয়ে উঠবে? বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন যে, সুন্দরবনে মাটির নিচের জলের স্তর বিপজ্জনকভাবে কমে গিয়েছে। যে কোনও দিন বড় বিপদ ঘটতে পারে। এরই মাঝে পাথরপ্রতিমার রাস্তায় ধস নামায় সুন্দরবনের ভবিষ্যৎ নেই প্রশ্ন ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল।
সুন্দরবনের মানুষ যাতে আর মাটির তলা থেকে জল না তোলে সেই কারণেই ফলতা-মথুরাপুর জলপ্রকল্পের সূচনা করা হয়েছে। কিন্তু সেই প্রকল্প শেষ হওয়ার আগেই সুন্দরবনের বিভিন্ন জায়গায় হঠাৎই রাস্তা বসে যেতে শুরু করায় উঠছে প্রশ্ন। মাস দু'য়েক আগে কুলপির চণ্ডিপুরে হঠাৎ অনেকটা রাস্তা বসে যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যাপারটি খতিয়ে দেখার জন্য ইঞ্জিনিয়ার পাঠানো হয়।
advertisement
advertisement
এর ঠিক পরের মাসে সাগরের রাস্তায় একই পরিস্থিতি তৈরি হয়। উভয় ক্ষেত্রেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এবার পাথরপ্রতিমার পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুরের ছয়ের ঘেরিতে রাস্তা বসে গেল। সবকটি ঘটনার ক্ষেত্রেই একইভাবে হঠাৎ কোনও কারণ ছাড়াই অনেকটা যায়গা জুড়ে রাস্তা বসে যাচ্ছে মাটিতে। মানুষজন এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে। যে কোনও দিন ঘর বসে যাওয়ার মত আশঙ্কা করছেন তাঁরা।
advertisement
এ নিয়ে পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর অঞ্চলের প্রধান বনবিহারী পাত্র জানিয়েছেন, রাস্তার পাশে জল নিকাশীর খাল ছিল। সেখান থেকে জল তুলে নেওয়ায় হয়ত এই সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে এই ঘটনার পর এলাকায় জলের সঙ্কটও দেখা দিয়েছে। ঘটনাটি ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখার আশ্বাসও তিনি দিয়েছেন। তবু আতঙ্ক যাচ্ছে না সুন্দরবনের মানুষের মন থেকে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 10:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জোশীমঠের পরিণতি হতে চলেছে সুন্দরবনের? পাথরপ্রতিমায় রাস্তা ধসের পরই তীব্র আতঙ্ক