South 24 Parganas News: সুন্দরবনের প্রাথমিক স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাত্র-ছাত্রীদের

Last Updated:

সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে ছাত্র-ছাত্রীদের বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রাথমিকেই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কথা ভেবেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের কতৃপক্ষ।

+
কম্পিউটার

কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে ছাত্রছাত্রীরা

#সুন্দরবন: আধুনিক যুগে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে ছাত্র-ছাত্রীদের বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রাথমিকেই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কথা ভেবেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের কতৃপক্ষ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীদের প্রথম থেকেই পথ দেখাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ৫৩৬। শিক্ষকের সংখ্যা ৮। কম্পিউটারের সংখ্যা ৭।যুগের অনেকটাই পরিবর্তন ঘটেছে। বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে কম্পিউটার এবং প্রযুক্তিবিদ্যার শিক্ষা। সবকিছুতেই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে।
এই প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক দীপঙ্করবাবু জানান, "এখন প্রতিটা কাজের ক্ষেত্রেই কম্পিউটার জানা খুব জরুরী সেই কারণেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার জানাটাও গুরুত্বপূর্ণ্য হয়ে দাঁড়িয়েছে।সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে।" মূলত সেই কথা মাথায় রেখে কোন রকম সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
প্রথম থেকে কম্পিউটারের জ্ঞান পাওয়াতে খুশি ছাত্র-ছাত্রীরা। এক পড়ুয়া বলে, "আমরা স্কুলের পরে টিউশনি পড়তে যায় সেখানে অন্য স্কুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু আমাদের বন্ধুরা বলে আমাদের স্কুলে কম্পিউটার নেই সেই জায়গা থেকে আমাদের স্কুলে কম্পিউটার আছে। ছোট থেকে কম্পিউটার শিখতে পাড়াতে আমরা খুব আনন্দিত আগামী দিনে আমাদের যুগের তালে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। আমরা খুব মজা পাচ্ছি।" স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক । এক অভিভাবক বিজয় মন্ডল আমাদেরকে জানান, "প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামী দিনে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি তিনি এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।" শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ আগামী দিনে পথ দেখাবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের প্রাথমিক স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাত্র-ছাত্রীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement